সময় কলকাতা ডেস্ক : ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে করোনা ভাইরাস। কিন্তু উদ্বেগের কারণ কিছুতেই কমছে না। এবার চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।এদিকে নিওকভ নামের নতুন স্ট্রেন আতঙ্ক বাড়াচ্ছে। তবে এর মধ্যে সামান্য হলেও স্বস্তি মিলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণে। দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাকটিভ কেস, পজিটিভিটি সবটাই বর্তমানে নিম্নমুখী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনার শিকার হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। পাশাপাশি কমেছে দেশের পটিজিভিটি রেট, হয়েছে ১৩.৩৯ শতাংশ।
গোটা দেশের পরিসংখ্যান বলছে, অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, সব রাজ্যেই মৃত্যুর সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। দেশে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা হয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জন।
এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস। টানা তিন চার দিন ধরে নিন্মমুখী দৈনিক সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২০ লক্ষ ৪হাজার ৩৩৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৩ লক্ষ ৬০ হাজার ৭১০ জন মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
More Stories
মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কে ‘শক্তি’ যুগের অবসান, নতুন গভর্নর হলেন সঞ্জয়
Aam Admi Party: আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, চমক সিসোদিয়া ও ওঝা