Home » স্কুল ছুট রুখতে “পাড়ায় পাড়ায় শিক্ষালয়”, প্রস্তুত হচ্ছেন শিক্ষকেরাও

স্কুল ছুট রুখতে “পাড়ায় পাড়ায় শিক্ষালয়”, প্রস্তুত হচ্ছেন শিক্ষকেরাও

দসময় কলকাতা ডেস্কঃ অবেশেষে শুরু হতে চলেছে “পাড়ায় পাড়ায় শিক্ষালয়” কর্মসূচি । আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের উদ্যোগে চালু হবে এই কর্মসূচি।তার আগেই এই বিষয়ে সার্ভে করার উদ্যোগ নিলেন বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা।

শনিবার, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ডাক বাংলো পাড়া সহ বেশ কিছু এলাকায় ছাত্র-ছাত্রীদের বাড়িতে যান বালুরঘাট  বিদ্যালয়ের শিক্ষকরা। তারা ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, এই কর্মসূচির বিষয়ে অভিভাবকদের জানান।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ধাপে ধাপে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন।পাশাপাশি, পড়ুয়াদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য “পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের” ঘোষনা করেন তিনি।সেটিই চালু হতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।আর এই প্রকল্প সম্বন্ধে সচেতন করতেই বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা এলাকার ছাত্র ছাত্রীদের বাড়ি যান।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পড়ুয়াদের অভিভাবকরা।

মহামারির জেরে দীর্ঘ ২ বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। মাঝখানে স্কুল কলেজ খুললেও, করোনার বাড়বাড়ন্তে ফের তা বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই স্কুল কলেজ খোলার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিভাবক সহ পড়ুয়াদের বিক্ষোভ দেখা গিয়েছে।ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকমহল।

About Post Author