Home » পুলিসের জালে টোটো চোরেদের গ্যাং, গ্রেপ্তার ৬

পুলিসের জালে টোটো চোরেদের গ্যাং, গ্রেপ্তার ৬

সময় কলকাতা ডেস্ক: চুরি যাওয়া টোটো উদ্ধারে নেমে চোরেদের মূল পান্ডা ও গ্যাংকে ধরল ইংরেজবাজার থানার পুলিশ।শুক্রবার রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫ টি টোটো উদ্ধার করে। পাশাপাশি ইংরেজবাজার ,মোথাবাড়ি ও মানিকচক থানা এলাকায় অভিযান চালিয়ে গ্যাংয়ের মূল পাণ্ডাসহ সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে ।ধৃতরা হলেন, ইংরেজবাজার থানার বিনপাড়ার  মোহন চৌধুরী,মোথাবাড়ি থানার সকুলাপুরের  পিন্টু চৌধুরী , উৎপল কর্মকার, রাজকুমার মন্ডল,জংলী চৌধুরীকে। এছাড়াও মানিকচক থানার  মহীন্দ্রাটোলা থেকে নবকৃষ্ণ মন্ডলকে। ধৃতদের এদিন মালদা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ইংরেজবাজারের বিভন্ন এলাকা থেকে টোটো চুরির অভিযোগ থানায় জমা পড়ছিল।বেশ কয়েকটি অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিস ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে স্থানীয়  মোহন চৌধুরীর হদিশ পায় পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া টোটোগুলি উদ্ধার করে।পাশাপাশি তাদের দলের বাকী সদস্যদের গ্রেফতার করে। ঘটনার কথা জানাজানি হতেই শহরজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।ওই দলের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ, তা তদন্ত করে দেখছে।

About Post Author