সময় কলকাতা ডেস্ক: নিত্য প্রয়োজনে বাইক বা গাড়ি নিয়ে বেরোতেই হয়।কিন্তু নিয়ম মেনে গাড়ি না চালানোর জন্য প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্ঘটনা ঘটছে। তাই পথদুর্ঘটনার সংখ্যা কমাতে বাড়তি নজরদারি শুরু করেছে রাজ্য পুলিস। নিয়ম ভাঙলেই করা হচ্ছে জরিমান।
বাইক বা গাড়ি চালানোর সময় মেনে চলতে হয় একগুচ্ছ নিয়ম। পাশাপাশি চালক ও আরোহীদের সুরক্ষার জন্য নিতে হয় একগুচ্ছ সতর্কতা। যা অমান্য করলেই ট্রাফিক আইন ভাঙার অপরাধে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা।মূলত গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে দিতে হয় মোটা অঙ্কের জরিমানা। তাছাড়া যাত্রী সুরক্ষার যথাযথ ব্যবস্থা না থাকলেও জরিমানার কোপে পড়তে হয় রাস্তায়।
রাজ্যে ট্রাফিক আইনের কোন নিয়ম ভাঙলে কতটাকা জরিমানা দিতে হয় জানেন কী? অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনায় বাইক আরোহীদের মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে হেলমেট না পরা।এই নিয়ম না মানলে জরিমানা দিতে হবে ৫০০ টাকা। পাশাপাশি বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যও বাইক দুর্ঘটনা ঘটে।এজন্য বাইকের ধরণ অনুয়ায়ী এক থেকে দু হাজার টাকা জরিমানা গুনতে হবে চালককে।বাইক চালানোর বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও লাইসেন্স না ছাড়া গাড়ি চালালে প্রতিটি ক্ষেত্রেই জরিমানার অঙ্ক ৫ হাজার।আর বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে গুনতে হবে দ্বিগুন ১০ হাজার টাকা। বাইকে তিনজন আরোহী নিয়ে যাতায়াতের জন্য জরিমানা হিসাবে দিতে হবে ১ হাজার টাকা। এছাড়াও বীমা ছাড়া গাড়ি চালালে গুনতে হবে ২ হাজার টাকা।তাই বাইক নিয়ে রাস্তায় বেরোনোর সময় জরিমানা এড়াতে দেখে নিন আপনার কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে তো ? বাইক চালানোর সময় সুরক্ষার নিয়মকানুনগুলি আপনি সঠিকভাবে মানছেন তো ? তা নাহলে যে কোনও সময়েই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত