সময় কলকাতা ডেস্কঃ কৃষকদের সুবিধার্থে চালু করা হল বিশেষ পণ্যবাহী ট্রেন। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মধ্যে চলবে এই পণ্যবাহী ট্রেন। আলু সহ এই অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য থাকবে এই পণ্যবাহী ট্রেনে। কৃর্ষকদের নামেই এই পণ্যবাহী ট্রেনেটির নাম রাখা হয় ‘কিষান রেল’। রবিবার, আনুষ্ঠানিকভাবে কিষাণ রেলের উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। রেলের তরফ থেকে মনে করা হচ্ছে, দুই রাজ্যের রপ্তানির ক্ষেত্রে বিশেষ যোগাযোগ সূত্র তৈরি করবে এই ট্রেনটি।
এই পণ্যবাহী ট্রেনে করে আলু সহ অন্যান্য কৃষিপণ্য জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে অসমের ওপর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়া হবে, বলে জানা গিয়েছে। ফলে তারা মনে করছেন, কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে ভীষণভাবে উপকৃত হবেন জলপাইগুড়ি ও হলদিবাড়ির অসংখ্য কৃষক। পাশাপাশি, এই রেল যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে শিল্প ও বাণিজ্যর ব্যাপক উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন অনেকে । রেলকে ঘিরে তৈরি হবে অনেক কর্মসংস্থান। কাজ পাবে অনেক বেকার যুবক বলে আশাবাদী এলাকার মানুষ।
জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় জানান, ‘বর্তমানে এই ট্রেনটি করে পণ্য শুধু ত্রিপুরা অবধি গেলেও, পরবর্তীতে এই ট্রেনটি করে বিভিন্ন পণ্য উত্তর ভারতের রাজ্যগুলি যেমন দিল্লি, হরিয়ানাতে চাহিদা অনুযায়ী রপ্তানি করা হবে।’
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ