Home » একুশটি গ্রান্ড স্ল্যাম জিতে টেনিসের রাজা নাদালের বিশ্বরেকর্ড

একুশটি গ্রান্ড স্ল্যাম জিতে টেনিসের রাজা নাদালের বিশ্বরেকর্ড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : বয়স একটা সংখ্যা ছাড়া কিছুই নয়। রাফায়েল নাদাল আবার সেকথা নতুন করে প্রমাণ করলেন আর গড়লেন ইতিহাস।২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস সিঙ্গলস ফাইনাল জিতে নতুন রেকর্ড গড়লেন ড্যানিয়েল মেডভেদেবকে হারিয়ে।

 

অদম্য ইচ্ছেশক্তি দিয়ে পেছনে ফেলে আসা যায় অনেককিছুই যে তার রূপকথা লেখা হল রবিবার ।৩৬ বছরের ৬ ফুট ১ ইঞ্চি স্প্যানিশ তারকা পেছনে ফেললেন বয়সকে ।তিনি শুধু বয়সে ১১ বছরের ছোটো রাশিয়ান তারকা মেডভেদেব কে হারালেন না, পেছনে পড়ে রইলেন রজার ফেডেরার আর নোভাক জোকোভিচও।২১তম গ্রান্ড স্ল্যাম জিতলেন রাফা। ২০তে আটকে থাকলেন ফেডেরার ও জোকোভিচ।

কয়েকমাসে আগেও এরকম প্রত্যাবর্তন কেউ আশা করে নি। চোট আঘাতে জর্জরিত হয়ে তাঁর ক্যারিয়ার এসে থমকে দাঁড়িয়েছিল আর তখনই ফিনিক্স পাখির মত অবিশ্বাস্য প্রত্যাবর্তন হল তাঁর। রবিবার প্রথম দুটি সেট খুইয়ে কোর্টের রাজা ফিরলেন স্বমহিমায়।এদিন পাঁচ সেটের ফল ছিল,২-৬,৬-৭,৬-৪,৬-৪,৭-৫।

টেনিস বিশ্লেষকরা বলছেন, পারফরম্যান্সের বিচারে রবিবার যেন রাফার টেনিস জীবনের অন্যতম সেরা দিন। তার সঙ্গে যোগ হয়েছে দীর্ঘ সময় ধরে একটানা লড়াই ।প্রতিটি পয়েন্টে চলে তুল্যমূল্য প্রতিযোগিতা।অবশেষে রাফালের জয়।

তরুণ মেডেভেদেভ  খেলার শেষে বিজয়ী নাদায়েল রাফাল কে অভিনন্দন জানিয়ে জিজ্ঞেস করতে ভোলেন নি, “আপনি কি ক্লান্ত বোধ করছেন না?” এর একটাই উত্তর হয় যা টেনিস বিশ্ব জানে,রাফায়েল নাদাল ক্লান্ত হন না, বয়স তাঁর মহাযুদ্ধের রথের চাকা থামিয়ে রাখতে পারে না।।

About Post Author