Home » তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর

তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর

সময় কলকাতা, অমলেন্দু মন্ডল:  নিয়ম করে প্রায় প্রতিদিনই বীরভুমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বহু বিজেপি নেতা কর্মীরা। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল শনিবারে এক যোগদান অনুষ্ঠানে জানান, মাত্র কয়েকদিনেই প্রায় ৫ হাজার বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন। সদ্য যোগদানকারী বিজেপি নেতা কর্মীরা সকলেই বলছেন, বর্তমান সরকার তথা তৃণমূল যে ভাবে সারা রাজ্য জুড়ে উন্নয়ন করে চলেছে তাতে অন্য কোন দলে থাকা মানে উন্নয়ন থেকে দুরে থাকা।

রবিবার সকাল ১১ টা নাগাদ রামপুরহাট তৃণমূল দলীয় সদর কার্যালয়ে রামপুরহাট ৫ ও ৭ নং ওয়ার্ড থেকে শতাধিক নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পীকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপির শহর মন্ডল কমিটির সদস্য অরবিন্দ কেশরী, যুব মোর্চার সম্পাদক রাহুল বোথরা, বিজেপির ৫, ৬, ৭ নং ওয়ার্ডের অবজারভার চন্দন ভগত, মহিলা মোর্চার সক্রিয় সদস্য শীলা জয়শোয়াল সহ শতাধিক নেতা কর্মীরা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ভগত, সাধারণ সম্পাদক আব্দুর রেকিব সহ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। সদ্য যোগদান কারী বিজেপির যুব মোর্চার সম্পাদক রাহুল বোথরা জানান,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অনুব্রত মন্ডল, আমাদের কাছের মানুষ বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পীকার আশিষ বন্দ্যোপাধ্যায় এদের উন্নয়ন দেখেই আমরা সদলবলে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে দলের সক্রিয় সদস্য হিসেবে দলের নির্দেশ মতোই কাজ করবো।” যোগদান অনুষ্ঠানে বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা বিজেপি বা অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তাদের যোগ্য জায়গায় কাজ করাবে দল, আমাদের দলে স্বাগত সকলকে।”

 

About Post Author