সময় কলকাতাঃ ফের বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত । রাজ্যপাল ক্রমাগত রাজ্য সরকারের কাজের সমালোচনা করে সরকারের বিরুদ্ধে ট্যুইট করার অভিযোগে, রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি সোমবার নবান্ন থেকে রাজ্যপালকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে টুইটার আ্যকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি। ব্লক করতে বাধ্য হয়েছি।’’ তিনি রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করার, কারণও ব্যাখ্যা করেছেন তিনি বলেন, ‘‘ওঁর কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। ওঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ফাইল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল। আটকে রয়েছে হাওড়া-বালি বিল। বিল পাঠানোর পর আরও তথ্য জানতে চেয়েছিলেন। আমরা তা-ও পাঠিয়েছি। তারপরেও বিল পড়ে রয়েছ।’’
তিনি বলেন, মনোনীত পদাধিকারী হয়েও অসংবিধানিক কথাবার্থা বলছেন রাজ্যপাল। রাজ্যপালকে সুপার পাহারাদার বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রাজ্যপালকে সরানোর জন্য প্রধানমন্ত্রীকে চারবার চিঠি দিয়েছি।কিন্তু তারপরেও তাঁকে সরানো হয়নি কেন প্রশ্ন তুললেন মমতা।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই ট্যুইট করে রাজ্য সরকারের বিরোধীতা করেন রাজ্যপাল জদগীপ ধনখড়। রাজ্যপাল টুইটারে লেখেন, ‘সংবিধানের ১৫৯-এ অনুচ্ছেদ উল্লিখিত আছে, সাংবিধানিক নিয়ম-নীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। রাজ্যের প্রশাসনিক দায়িত্ব প্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’
More Stories
১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি খেলেন মমতা! বিজেপিকে রুখতে এবার ঐক্যের বাণী মমতার মুখে
বিকাশ ও সুশাসনের জয়’, দিল্লিতে গেরুয়া ঝড়ে বার্তা মোদির, আপকে ‘বেইমান’ তোপ মোদির
হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কংগ্রেস সভাপতির, অভিযোগ সম্বিত পাত্রর