সময় কলকাতা ডেস্ক : বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সামনে বিক্ষোভ প্রদর্শন করে চটকল শ্রমিকরা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউই চটকল শ্রমিকদের কথা ভাবছেন না বা শুনছেন না।
অভুক্ত অবস্থায় তাদের দিন গুজরান করতে হচ্ছে তাদের। এদিন, বামপন্থী সংগঠন সিটুর নেতৃত্বে, ২১টি ইউনিয়নের প্রতিনিধিরা এই বিক্ষোভে শামিল হন।
তাদের দাবি, অবিলম্বে চটকলগুলি খুলে তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি যে চটকলগুলো খোলা রয়েছে সেই চটকলের লেবারদের অত্যন্ত কম মজুরি দিয়ে কাজ করানো হচ্ছে। সেই মজুরি বৃদ্ধির দাবি জানান তারা। তাদের কথা না মানলে এরপর বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে চটকল শ্রমিকরা।
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর