সময় কলকাতা ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী । মঙ্গলবার একধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছে ২ লক্ষের অনেক নিচে ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন। এদিন দেশের পটিজিভিটি রেট প্রায় ১১.৬৯ শতাংশ । যা আগের দিনের তুলনায় কিছুটা কম । আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা ভয় ধরাচ্ছে। সব রাজ্যেই মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী । গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১১৯২ জনের । এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি । এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ২৪২ জন । এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ৭৬ জন ।
জানুয়ারির শেষ থেকেই দেশে করোনার প্রকোপ কমতে শুরু করবে বলে ধারণা ছিল বিশেষজ্ঞদের । বাস্তবেও কমছে দেশের করোনা সংক্রমন । যার ফলে অনেক অংশেই স্বস্তি ফিরছে চিকিৎসক মহলে।
More Stories
বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোমেই শপথ জয়মাল্য বাগচির, সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৩
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী শিল্পী