সময় কলকাতাঃ সাধারণ বাজেট ২০২২ কতটা জনমুখী হবে তা নিয়ে প্রশ্ন ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পমহলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা চতুর্থ বাজেট এক কথায় বলতে গেলে জনমুখী হলো না এমনটাই মত বিভিন্ন মহলের। এদিন সকাল 11 টা থেকে শুরু হয়েছিল বাজেট অধিবেশন এবার পেপার লেশ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 92 মিনিটের বাজেট বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু কিছুটা হলেও হতাশ সাধারণ মানুষ। সাধারণ মানুষের ধারণা ছিল কর নিয়ে কোনো ছাড় দিতে পারে সরকার। সে অর্থে তেমন কোন উল্লেখযোগ্য ছাড়ের কথা ঘোষণা করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন কর ব্যবস্থার সরলীকরনের জন্য দু’বছর ভুল শুধরানোর সুযোগ করে দেওয়া হয়েছে। সামনেই পাঁচ রাজ্যের ভোট, সে কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার বড়সড় ঘোষণা করবেন এই বাজেটে তেমনি আশা করেছিলেন বহু মানুষ। কিন্তু সে অর্থে নির্বাচনকে সামনে রেখে কোনরকম বড় ঘোষণার রাস্তায় হাঁটেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার যে বিষয়টা নিয়ে উল্লেখ করেছিলেন যে কৃষকদের সুবিধার জন্য সরকার ভাববে। সে কথা মাথায় রেখেই এবার বন্দে ভারত এক্সপ্রেস ক্রয় করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ট্রাক তৈরি করে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তিন বছরে 100 টি প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করা হবে, আর এর ফলে উপকৃত হবেন কৃষকেরা। দেশের বিভিন্ন বাজারে তাদের উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো ঘোষণা করেছেন পাহাড়ি অঞ্চলে সড়কপথের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার ফলে পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হবে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলকে রোপ ওয়ের মাধ্যমে জুড়ে দেওয়া হবে। পর্বতমালা নামে এই প্রকল্পের ফলে পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও উপকৃত হবেন। ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস কেনা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী তিন বছরের মধ্যে এই ট্রেন ক্রয় করা সম্পন্ন হবে। এই সেমি বুলেট ট্রেন কেনার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে ১৮০ উপর গতিবেগ সম্পন্ন ট্রেন কেনা হয়েছিল। যে ট্রেনের নাম দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।
২০২২- ২৩ এর কেন্দ্রীয় বাজেটে এটিএফ অর্থাৎ এর দাম 8.5 শতাংশ বৃদ্ধি করেছে । এভিয়েশন টারবাইন ফুয়েল এর দাম বৃদ্ধির ফলে বাড়তে পারে বিমান ভাড়া। কারণ এভিয়েশন টারবাইন ফুয়েল এর দাম কিলোলিটারে ৬৭৪৩ টাকা বাড়ানো হয়েছে। আর এই দাম বৃদ্ধির ফলে এয়ার টিকিটের দাম বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর ঘোষণা অনুযায়ী ই- পাসপোর্ট এর ক্ষেত্রে এবার বিশেষ সুবিধা দেওয়া হবে । এবার খোলা প্লাটফর্মে আসতে শুরু করছে ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম। এতে স্বাস্থ্যপরিসেবা এবং স্বাস্থ্য সুবিধা পাওয়া যাবে ডিজিটাল রেজিস্ট্রেশন এর মাধ্যমে। একই প্ল্যাটফর্মের নিচে সমস্ত সাধারণ মানুষকে একটি হেলথ ইউনিক আইডি দেওয়া হবে যার মাধ্যমে সবার কাছে স্বাস্থ্যসংক্রান্ত পরিষেবা সহজেই পৌঁছানো যাবে।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন আপদকালীন ক্রেডিট লাইন গ্যারান্টি যোজনায ২০২৩ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। গ্যারান্টি কভার পঞ্চাশ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ কোটি টাকা করা হয়েছে।
বিগত কয়েক বছর ধরেই মোদি সরকারকে কর্মসংস্থান নিয়ে তীব্র কটাক্ষে বিঁধেছিল বিরোধী রাজনৈতিক নেতারা, সে কথা মাথায় রেখেই পাঁচ বছরের মধ্যে৬০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এদিন সাধারণ বাজেট পেশের সময় একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বরাবরই ছিল আত্মনির্ভর ভারতের কথা। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়া নিয়েও একাধিকবার বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কথা মাথায় রেখেই প্রোডাকশন লিংক ইন্সেন্টিভ বা পিএলআই প্রকল্পের কোথাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন কি ক্যাপ ডিজিট এর মাধ্যমে ৫ বছরে দেশের বিভিন্ন খাতে ৩০ কোটি টাকা অতিরিক্ত উৎপাদন সম্ভব হবে
দেশ জুড়ে বাড়ছে ইলেকট্রিক ভেইকেল এর চাহিদা। সে কথা মাথায় রেখেই এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ইলেকট্রিক ভেহিকেল মার্কেটকে আরো উজ্জীবিত করতে হবে। এর জন্য ব্যাটারির পরিবর্তন পলিসি নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার।
যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের মূলত সাতটি ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যার জন্য বিনিয়োগ করা হবে রাস্তা রেল বিমানবন্দর গণপরিবহন জলপথ জলবন্দর এবং লজিস্টিকসে। বিনিয়োগের প্রথম ধাপ হিসেবে কুড়ি হাজার কোটি টাকার মঞ্জুরি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক্ষেত্রে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান কৃষকদের ২.৩৭ লক্ষ কোটি টাকার এমএসপি দেওয়া হবে সরাসরি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে এই টাকা দেওয়া হবে। পাশাপাশি অর্থমন্ত্রী জানান দেশে তৈল ও তৈলবীজ উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর জন্য কৃষকদের সাত লক্ষ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে। সেচ ও জলপথ প্রকল্পে ৪৪ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গাঙ্গেয় উপত্যকা গুলিতে প্রাকৃতিক চাষে অর্থাৎ রাসায়নিকের ব্যবহার না করে চাষের উপর জোর দেওয়া হবে আর বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিলেট চাষে এমএসএমই-তে দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও বিভিন্ন বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ঘটে যাওয়া কৃষক আন্দোলনের প্রেক্ষিতেই অর্থমন্ত্রীর এই ঘোষণা।
এদিন অর্থমন্ত্রী আরো ঘোষণা করেন দেশে দেড় লক্ষ পোস্ট অফিস থেকে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। দেশের প্রত্যন্ত এলাকার মানুষজন পোস্ট অফিসের উপরে বেশি নির্ভরশীল। সেক্ষেত্রে পোস্ট অফিস থেকেই ব্যাংকিং এর সমস্ত সুযোগ সুবিধা আনতেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। দেশের প্রতিটি পোস্ট অফিস থেকেই কো্র ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে অনলাইনে। ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে পাশাপাশি সুযোগ মিলবে এটিএম এবং নেট ব্যাংকিং-এ
মূলত যে সমস্ত জিনিসপত্র দাম কমলো সে দিকে তাকালে দেখা যাবে দাম কমার তালিকায় রয়েছে , মোবাইল ফোনের চার্জার, ইস্পাতের জিনিসপত্র এবং পেট্রোলিয়াম জাত কিছু পন্যের।
আর দাম বাড়ার তালিকায় ছাতা, বিমান জ্বালানি, ইলেকট্রনিক্স পণ্য সহ আরো অন্যান্য সামগ্রীর।
এদিকে বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নয়া পোর্টালের ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জনগণের সামনে তৈরি হল সুযোগ।
অন্যদিকে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন বাজেট হয় কাজের জন্য, খাদ্য ভর্তুকি কমানোয় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ইয়েচুরি। কর ছাড়ের ক্ষেত্রে সাধারণ মানুষের কোন সুযোগ না দিয়ে করপোরেট ট্যাক্স কমানোর নিয়ে তীব্র সমালোচনা করেছেন সীতারাম ইয়েচুরি।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বাজেট অন্তঃসারশূন্য। সাধারণ মানুষের কথা ভাবা হয়নি, নেই কোন কর্মসংস্থানের দিশা।
এই সাধারণ বাজেট এর তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি এর টুইটের মাধ্যমে জানিয়েছেন কর আদায় সাধারণ মানুষের কাছে এক সমস্যা। আর কেন্দ্রীয় সরকারের কাছে এটা একটা উপলব্ধি।
দেশের সাধারণ জনগণের প্রাপ্তির বিষয়টি দেখতে গেলে দেখা যাবে যেরূপ আশা করা হয়েছিল তেমন কিছুই কপালে জোটেনি সাধারন মানুষের। তাই সাধারণ মানুষের মধ্যে এই সাধারণ বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
More Stories
কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে
Jammu Kashmir Election: কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরে চলছে শেষ দফার ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসবে এগিয়ে আসার আহ্বান মোদির
তিরুপতির লাড্ডু মামলায় প্রথম শুনানি সুপ্রিম কোর্টে, রাজ্যের হাত থেকে তদন্তভার দেওয়া হতে পারে স্বাধীন সংস্থাকে