সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ ২৩ বছর লাগাতার আন্দোলনের পর সাফল্য মুখ দেখলো ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিকরা । ১৯৯৮ সাল থেকে রেলওয়ে পণ্য গুদামে কর্মরত শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করে আসছে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ ! এর জন্য দুবার ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রেলের পণ্য গুদামের শ্রমিকদের একটি চিঠি জারি করেছে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘের ন্যাশনাল ইনচার্জ মনোরঞ্জন কুমার ।
তিনি জানান, রেল গুদামের কর্মীদের জন্য একটি বিশেষ কোড জারি করা হয়েছে যাতে তাদের রেলওয়ের মাল গুদামের কর্মচারী হিসাবে চিহ্নিত করা যায়। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘের নেতৃত্বে, শ্রম মন্ত্রক ২০ ডিসেম্বর ২০২১-এ রেল মন্ত্রকের চেয়ারম্যানের কাছে একটি চিঠি জারি করেন।সেখানে বলা হয়, রেল স্টেশন চত্বরগুলিতে একটি শিবির স্থাপন করে সংঘের আধিকারিকদের রেলওয়ের পক্ষ থেকে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করার মাধ্যমে যত দ্রুত সম্ভব শ্রমিকদের সরকারি নিবন্ধন সম্পন্ন করার কথা।
মঙ্গলবার গড়িয়া মেট্রো স্টেশনের কাছে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় ইনচার্য কুমার মনোরঞ্জন জী, কাশীনাথ গায়েন ও শানু কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট অধিকারিকরা।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত