সময় কলকাতা ডেস্কঃ চলচ্চিত্রের তেলুগু এবং কন্নড় ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বর্তমানে লোকের মুখে মুখে ঘুরছে পুস্পা ছবির নাম, তার ফেমাস গানের জন্য ট্রেন্ডে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা।
কর্ণাটকের কোড়গু জেলার একটি শহর বিরাজপেটে ১৯৯৬ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ‘কর্ণাটক ক্রাশ’ রশ্মিকা । কোড়গু পাবলিক স্কুল থেকেই শুরু হয় তার পড়াশুনা। এরপর তিনি এমএস রামাইয়া কলা, বিজ্ঞান ও বাণিজ্য কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পাশাপাশি তিনি মডেলিং এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন বলে জানা যায় । ২০১২ সালে রশ্মিকা মডেলিং -এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন । ওই একই বছর তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন। এই সময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত হন তিনি। তারপরে লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে ২০১৩-তে টিভিসির খেতাব অর্জন করেন এই অভিনেত্রী । প্রতিযোগিতায় তার ছবিগুলি ‘কিরিক পার্টি’র নির্মাতাদের মুগ্ধ করেছিল। ফলস্বরূপ ২০১৪ সালের প্রথম দিকে মাত্র ১৯ বছর বয়সে তিনি ‘কিরিক পার্টি’- চলচ্চিত্রটিতে রশ্মিকা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।পরবর্তীতে কিরিক পার্টি, আঞ্জানী পুত্রা, চমক, চালো, গীতা গোবিন্দম, যাজামানা, সারিলেরু নিকেভ্যারু, ভীষ্ম, ডিয়ার কমরেড প্রভৃতি ছবিতে অভিনয় করেন তিনি।
২০১৬ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রশ্মিকা। ২০১৭ সালের ৩ রা জুলাই রশ্মিকার নিজ শহর বিরাজপেটে একটি অনুষ্ঠানে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এই যুগল পারস্পরিকভাবে অসামঞ্জস্যতার কারনে ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের সম্পর্ক ছিন্ন করেন।
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক