Home » এবার সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর  

এবার সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর  

বিধাননগর পৌর নিগম নির্বাচনের জন্য সল্টলেকের বি জে ১৯৩ নম্বর বাড়িতে অফিস খুলেছে বিজেপি।সেখানে নির্বাচনের কাজের জন্য জড়ো হয়েছিল বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা।চলছিল তাদের মধ্যে আলোচনা।

অভিযোগ, সেই কার্যালয়ের বাইরে আজ দুপুরে বেশ কিছু যুবক এসে হাজির হয়।তারা কেন অফিসের সামনে ভিড় করছে সেই প্রশ্ন করার আগে ঐ যুবকরা ঢুকে পড়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে।এরপর বিজেপির কার্যালয়ে উপস্থিত মহিলা ও পুরুষ কর্মীদের ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। অফিসেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।ভেঙে দেওয়া হয় কম্পিউটার ও টেবিল চেয়ার। এই ঘটনায় মহিলা সহ আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপির কর্মী বলে দাবী করেছেন বিধাননগরে বিজেপির সভাপতি অরিজিৎ বক্সী।

তাঁর অভিযোগের তীর রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীদের দিকে। সম্প্রতি বিজেপি ছেড়ে ঘরে ফিরেছেন রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত।আসন্ন বিধাননগর পুর নিগম নির্বাচনে তিনি ৩১ নং ওয়ার্ল্ড থেকে দাঁড়াতে পারে বলে গুঞ্জন বিরোধী শিবিরে।

বিজেপির সভাপতি অরিজিৎ বক্সীর অভিযোগ, একদা বিজেপি নেতা সব্যসাচী দত্ত তৃণমূলের একনিষ্ঠ হয়েছেন প্রমাণ করতেই তাদের এই নির্বাচনী কার্যালয়ে অনুগামীদের দিয়ে হামলা করিয়েছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে শাসক দল। তবে বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান ও রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছেন।

About Post Author