Home » সিসিটিভিতে নজরদারি শুরু কালিয়াগঞ্জ শহরে

সিসিটিভিতে নজরদারি শুরু কালিয়াগঞ্জ শহরে

সময় কলকাতা ডেস্কঃ শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিল জেলা পুলিস। শহরজুড়ে নজরদারি বাড়াতে কালিয়াগঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলল প্রশাসন।বুধবার সিসিটিভি ক্যামেরাগুলির আনুষ্ঠানিক উদ্বেধন করেন পুলিশ সুপার মঃ সানা আখতার।তিনি ছাড়াও কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রশাসক শচীন সিংহরায়,থানার আইসি দীপাঞ্জন দাস, মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু,সুজিত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থানার উদ্যোগে প্রথমদফায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোট ৭১ লটি   কালিয়াগঞ্জ পুরসভার সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শহরের জনবহুল এলাকা ও অপরাধ প্রবন এলাকাগুলিতেই প্রথম দথায় ক্যমেরা বসানো হয়েছে। শহরে কোনও অপরাধ বা দুর্ঘটনা ঘটলে তা দ্রত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার সানা আখতার।  তিনি বলেন, প্রয়োজনে আরও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। গোটা শহর পুলিসের নজরদারিতে থাকায় শহরে অপরাধের ঙটনায় অনেকটাই লাগামটানা যাবে বলে মনে করছে প্রশাসন।

 

 

About Post Author