সময় কলকাতা ডেস্ক: বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্রকরে চাঞ্চল্য। মঙ্গলবার রাতে উওর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কালিবাড়ি গ্রাম থেকে প্রিয়াঙ্কা দাস নামে নাবালিকা ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়।দুপুরের পর থেক রাত পর্যন্ত ওই গৃহবধূর বাড়ির দরজা বন্ধ থাকায় এলাকার মানুষের সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তাঁরা পুলিসের কাছে খবর দিন। পুলিস এসে ওই বাড়ির দরজা ভেঙে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আটমাস আগে বাদুড়িয়া থানার বাগজোলা গ্রামের ১৬, বছরের প্রিয়াঙ্কা দাসের সঙ্গে উত্তর কালিবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সুব্রত দাসের।কাজের সূত্রে বেশিরভাগ সময়উ সুব্রত কলকাতায় থাকতেন। শ্বশুর শ্বশুড়িও বাড়িতে থাকতেন না।তাই বিয়ের কয়েক মাসের মধ্যেই নাবালিকা ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বাঁধছে। বাড়িতে একা থাকায় মানসিক অবসাদে আত্মঘাতী ?না কি পরিকল্পনা মাফিক খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত বধুর মা জানান, বিয়ের পর মেয়ে জামাইয়ের মধ্যে কোনও অশান্তি ছিল না। দুজনে বেশ আনন্দেই ছিল।আচমকা যে কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিভাবে মেয়ের মৃত্যু হল তা যথাযত তদন্তের দাবি জানাচ্ছেন মৃতের মা।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত