Home » দলে কেউ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, দলে একটাই গ্রুপ,সাংগঠনিক নির্বাচনী সভায় বার্তা মমতার

দলে কেউ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, দলে একটাই গ্রুপ,সাংগঠনিক নির্বাচনী সভায় বার্তা মমতার

সময় কলকাতা ডেস্কঃ  তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে দলে ফের একবার নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। এদিন তিনি নির্বাচিত হয়েই দলকে কড়া বার্তা দিয়ে বলেন, ‘কথা দিন কেউ কারও সঙ্গে দ্বন্দ্ব করবেন না, দলে একটাই গ্রুপ, দলই শেষ কথা।’

তৃণমূলের পাঁচ বছর পর অনুষ্ঠিত হল সাংগঠনিক নির্বাচন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার দুপুর ১২ টা থেকে  শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী থাকার জন্য বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের তরফে। তবে তালিকায় নাম ছিল না বিজেপির।

এদিন তিনি নাম না করেই অমিত শাহ ও  নরেন্দ্র মোদীকে তোপ দাগেন। তিনি বলেন, ‘বিজেপি একটা চু-কিত-কিত দল, আর দলে শুধু দুই জন। একজন বলে চু, অন্যজন বলে কিত, আবার অন্যজন বলে কিত।’

এদিন তিনি বাজেট প্রসঙ্গ টেনে হীরের আমদানির উপর কর হ্রাস নিয়ে বলেন  ‘হীরের ঝোল বানাবে, চচ্চরি বানাবে, তরকারি বানাবে।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘কিছু বলতে গেলে নাভিশ্বাস পেগাসাস। অভিষেক-পিকের ফোন ট্যাপ করেছে এটা প্রমাণিত হয়ে গিয়েছে।’’ আমরা চাই এর প্রেক্ষিতে ন্যায়বিচার হোক।

পদ্মভূষণ সম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পদ্মভূষণ রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে, সন্ধ্যাদিকে অসম্মান করা হয়েছে।’’

বাংলার গরিমার কথা বলতে গিয়ে  মমতা বলেন, ‘বাংলা না থাকলে স্বাধীনতা পেত না ভারত। গান্ধীজি বাংলা, বিহার থেকে আন্দোলন করেছিলেন। আজকে এই সরকার দেশের পরম্পরা নষ্ট করছে। ইতিহাস ভুলিয়ে দিচ্ছে। তৃণমূলের নির্বাচনী সভায় তিনি ফের একবার নোট বন্দির কথা মনে করিয়ে বলেন, নোট বাতিল থেকে ব্যাঙ্ক বন্দি, পেগাসাস থেকে আদালত বন্দি; সব বন্দি করে দিচ্ছে। চ্যানেল বন্ধ করে দিচ্ছে। সাংবাদিকদের মারধর করা হচ্ছে। আমি তাই আজকে চাই উত্তাল যুব আন্দোলন। রেল থেকে সেল বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি হয়ে গেলে লোক কোথায় যাবে। খুব খারাপ দিন আসছে। সব সত্যিটা একদিন না একদিন বের হবেই।‘

 

 

About Post Author