Home » গালিগালাজ করার প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক

গালিগালাজ করার প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক

সময় কলকাতা ডেস্কঃ ফের মালদায় আক্রান্ত প্রতিবাদী যুবক। গালিগালাজ করার প্রতিবাদ করায় এক যুবককে ধারালো শাবল দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাঘবাড়ি রাজনগর এলাকায়। জানা গেছে, আক্রান্ত যুবকের নাম ফারমুজ সেখ। অভিযোগ উঠেছে রমজান সেখ এবং আলিম সেখের বিরুদ্ধে।

আক্রান্তের পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করছিল রমজান সেখ এবং তার ছেলে আলিম সেখ। এরই প্রতিবাদ করেছিল ফারমুজ।এরপর ধারালো শাবল দিয়ে তার ওপর চড়াও হয় দুই অভিযুক্ত। ঘটনায় আহত হয় ওই যুবক। এর পর তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফারমুজ সেখের বাবা আব্দুল সেখ বলেন, ‘রমজান সেখ এবং তার ছেলে আলিম সেখ ধারাল শাবল নিয়ে ফারমুজের উপর চরাও হয়। প্রথমে তারা ফারমুজের পেটে শাবল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ফারমুজের কাধে আঘাত লাগে।’ এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

About Post Author