Home » বিকৃত ছবি ভাইরালের হুমকি, অজ্ঞাত লিংকে ক্লিক করতেই বিপাকে তরুণী

বিকৃত ছবি ভাইরালের হুমকি, অজ্ঞাত লিংকে ক্লিক করতেই বিপাকে তরুণী

সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় তরুণীর বিকৃত ছবি আপলোডের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ । ব্যারাকপুর আনন্দপুরীর বাসিন্দা এই তরুণী বেসরকারি দপ্তরে ফাইন্যান্স বিভাগে কর্মরতা। জানা গিয়েছে , বেশকিছু দিন আগে এই যুবতির ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি লিংক আসে। তিনি ভুল করে লিঙ্কটিতে ক্লিক করেন। আচমকায় লিংকটি ওপেন হয়ে তরুণীর কাছে একটি ম্যাসেজ আসে। সে ম্যাসেজে লেখা ছিল, তিনি প্রচুর টাকার লোন নিয়েছেন এবং তাকে সেই টাকা দ্রুত পরিশোধ করতে হবে।

এরপরেই তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, তরুণী লোনের ব্যাপারে অস্বীকার করলে, অচেনা নম্বরটি থেকে লোন শোধ করার জন্য তাকে হুমকিও দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, মেয়েটির ফোনে সেভ করে রাখা নম্বরগুলিতেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এরপর ফের একটি অজ্ঞাত নাম্বার থেকে মেয়েটির ছবি সহ একটি লিংক আসে তার ফোনে। সেখানে লেখাছিল, মেয়েটি টাকা ফেরত না দিলে তার বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।এরপর ওই তরুণী রীতিমত ভয় পেয়ে টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কোন সুরাহা না পেয়ে অবশেষে তিনি ব্যারাকপুর সাইবারক্রাইম বিভাগে অভিযোগ জানান।

এই ঘটনার জেরে আতঙ্কে আছেন ওই যুবতী। কে বা কারা এই কাজের পিছনে রয়েছে বা ওই অজ্ঞাত নম্বর কার তার খোঁজ চালাচ্ছে সাইবারক্রাইম বিভাগ।

About Post Author