সময় কলকাতা ডেস্কঃ চারদিনের শিশু কন্যাকে বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার হল চারজন পাচারকারী । বুধবার, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হাবরা থানার পুলিশ। লাবনী দাশ ও হাফিজা খাতুন নামে দুই মহিলা একটি শিশুকে বিক্রি করতে আসছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই মত পুলিশ ও মহিলা পুলিশবাহিনী নিয়ে পাচারকারীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে নামে । মেলে সাফল্য। হাবড়ায় জিরাট রোড সংলগ্ন এলআইসি বিল্ডিং এর কাছ থেকে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার করা হয় চারদিনের ছোট্ট শিশুকে। জানা গিয়েছে, এই মুহূর্তে হাবরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি ।
পুলিশ সুত্রে খবর, এর আগেও একাধিক শিশু বিক্রির ঘটনার সাথে যুক্ত অভিযুক্ত দুই মহিলা । অভিযুক্ত দুজনের বাড়ি দত্তপুকুর থানার বামুনগাছি এলাকায় । বামুনগাছি এলাকারই মর্জিনা খাতুন ও কবীর মন্ডলের সন্তান এই শিশুকন্যা । তাদের আরও চারটি সন্তান রয়েছে। বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে বেনামে ভর্তি হয় ওই গর্ভবতী মহিলা। সেখানেই সন্তান প্রসব করেন তিনি। সন্তান হওয়ার যাবতীয় খরচ করে অভিযুক্ত জাবতি। চার লক্ষ টাকা্র বিনিময়ে এই পাচার করা হচ্ছিল বলে খবর। তার মধ্যে শিশুটির মা মর্জিনা বিবিকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে জানিয়াছে অভিযুক্ত ।
বুধবার রাতে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ । বৃহস্পতিবার অভিযুক্তদের বারাসাত আদালতে পাঠানো হবে । হাবরা থানার পুলিশ আধিকারিকরা জানান, এই শিশুটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে।
More Stories
Ratua Viral Video: রতুয়ায় সালিশি সভায় মহিলাকে বেঁধে মারধর, ভাইরাল ভিডিও শেয়ার করে সমাজমাধ্যমে সরব বিরোধী দলনেতা
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর