সময় কলকাতা ডেস্কঃ ফের হিন্দি ওয়েব সিরিজে ফিরছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে ‘আরণ্যক’ সিরিজে রবিনা ট্যান্ডনের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে পরমব্রতকে । এবার রোহন সিপ্পি পরিচালিত ‘মিথ্যা’ সিরিজে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। এই সিরিজের মধ্যে দিয়েই অভিনয় জীবনে পা রাখতে অভিনেত্রী ভাগশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি।
‘মিথ্যা’-র গল্পটি নিছকই সাইকোলজিক্যাল থ্রিলার। তার ইঙ্গিত মিলেছে ছবির ট্রেলার থেকেই । এক ছাত্রী ও অধ্যাপিকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প । ছাত্রীর চরিত্রেই অভিনয় করেছেন অবন্তিকা ও অন্যদিকে অধ্যাপকের চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে । এক গবেষণাপত্র ও একটি খুনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প । এই সিরিজে রজিত কাপুর এবং সমীর সোনিকেও অভিনয় করতে দেখা যাবে। বলাই বাহুল্য, বর্তমানে দর্শকদের কাছে থ্রিলার ছবিরই চাহিদা বেশি টাই দর্শকদের চাহিদা মেটাতে এবার আত্মপ্রকাশ করতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় ও হুমা কুরেশি অভিনীত নতুন থ্রিলার সিরিজ ‘মিথ্যা’।
ছোটপর্দা হোক বা বড়পর্দা পরমব্রতের অভিনয় সব সময়ই দর্শকের মন ছুয়ে যায়। এর আগে ‘আরন্যক’ ওয়েব সিরিজেও তার অসাধারন অভিনয়। সিনেমার জগতেও তার কৃতিত্ব অপরিসীম। ‘কাহানি’ ও ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে পরমব্রত তার চরিত্র দারুনভাবে ফুটিয়ে তুলেছেন ।
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক