Home » মিডডে মিলে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ

মিডডে মিলে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ

সময় কলকাতাঃ স্কুলের মিডডে মিলে দেওয়া হয়েছে প্লাস্টিকের চাল।বাড়িতে রান্না করার সময় ভেসে উঠছে  সেই চাল।এই ঘটনাকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলের খরবা এগ্রিল হাইস্কুলে। প্রতিবাদে স্কুলের দেওয়া চাল নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। স্কুলের দেওয়া চালে যে প্লাস্টিকের চাল দেওয়া হয়েছে তা আলাদাকরে বেছে দেখান অভিভাবকরা।

বুধবার থেকেই মালদা জেলার স্কুলগুলিতে খাদ‍্য সামগ্রী বিলি শুরু হয়েছে।চাল ডাল এবং অন‍্যান‍্য সামগ্রী  তুলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের অভিভাবকদের।অভিভাবকদের অভিযোগ, ক‍্যারিব‍্যাগে থাকায় চাল যে খারাপ মানের তা তারা বুঝতে পারেননি ।এদিন রান্না করার জন‍্য চাল জলে ভেজাতেই বেশ কিছু চাল জলে ভেসে উঠে।ওই চাল থেকে পচা গন্ধ বের হওয়ার পাশাপাশি পোড়ানো হলে তা থেকে প্লাস্টিক পোডানোর মত গন্ধ বের হচ্ছিল। তাই অভিভাবকরা ওই চাল নিয়ে স্কুলে হাজির হন । নিম্নমানের চালগুলিও ফেরতও নেওয়া হয়েছে স্কুলের তরফে।

এক অভিভাবক মুকুট চৌধূরী মন্ডল বলেন,”রান্নার জন‍্য হাঁড়িতে চাল দিয়েছিলাম।তারপর কয়েকমিনিট পর দেখি কিছু চাল ভেসে উঠে এবং দুর্গন্ধ ছড়ায় ।পরে আগুনে পোড়ানো হলে প্লাস্টিকের মতো দুর্গন্ধ ছড়ায় ।সরকার খাওয়ার জন‍্য চাল দিচ্ছে।আমাদের বাচ্চাদের মারার জন‍্য নয়।এই চালের ভাত খেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে বলে আশঙ্কা করছি। ” আরেক অভিভাবক রাজকুমার প্রামানিক বলেন, বাচ্চাদের চালে প্লাস্টিকের চাল মেশানোর ঘটনায় কারা জড়িত, রয়েছেন তা তদন্তের দাবি তুলছেন অভিভাবকদের একাংশ ।” এবিষয়ে খরবা হাইস্কুলের প্রধান শিক্ষকের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরাই আসতে চাননি ।

চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য দাবি করেছেন,পুষ্টিগুন সম্পন্ন নতূন ধরনের চাল দেওয়া হচ্ছে।সেগুলোকেই অভিভাবকরা ভাবছে প্লাস্টিক ।  বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও ।

About Post Author