Home » একইদিনে জন্মানো রোনাল্ডোর সম্পর্কে কী বলেছেন নেইমার?

একইদিনে জন্মানো রোনাল্ডোর সম্পর্কে কী বলেছেন নেইমার?

সময় কলকাতা ডেস্ক : রোনাল্ডো ও নেইমার।দুই বিশ্ব সেরা ফুটবলার সাত বছরের ব্যবধানে দুজনেই একইদিনে জন্মেছিলেন। দিনটি ৫ ফেব্রুয়ারি। রোনাল্ডো জন্মেছিলেন ১৯৮৫ সালে। ১৯৯২ সালে জন্ম নেইমারের। রোনাল্ডোর সঙ্গে একইদলে খেলার জন্য বয়সে ছোটো নেইমারের আগ্রহ প্রবল। তিনি তা বলেওছেন সংবাদ মাধ্যমকে।

প্রথমজনের জন্ম পর্তুগালে। অন্যজন জন্মেছেন ব্রাজিলে। দুটি দেশ পৃথক মহাদেশে হলেও দেশদুটির মধ্যে ভাষাগত মিল ও জীবনযাত্রার প্রচুর মিল রয়েছে। অনেক গরমিল থাকলেও পর্তুগালের ক্রিষ্টিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলের নেইমারের মিল ও অনেক।গত বছরই নেইমার আচমকা রোনাল্ডোর সঙ্গে খেলতে চাওয়ায় তৈরি হয়েছিল কৌতূহল।

ক্লাব বরাবরই আলাদা দুজনের।নেইমার পিএসজি তে আর রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন তবুও নেইমারের গত বছর থেকেই আকাঙ্খা পাশাপাশি খেলার।দুজনেই খেলার রং বদলে দিতে পারেন যেকোনো মুহূর্তে।মিল অনেক, অমিল ও অনেক। তবে দুজনে একই ক্লাবে খেলেন নি কখনওই। তবে দুজনের মধ্যে একটি মিল রয়েছে যে দুজনেই অনেক টর্নামেন্ট জিতেছেন এবং আন্তর্জাতিক স্তরে দুজনের ম্যাচ প্রতি গোলের সংখ্যা প্রায় সমান যদিও ১৮৪ টি ম্যাচে ১১৫ টি গোল করে রোনাল্ডো বিশ্ব আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি গোল করে বিশ্বরেকর্ডের মালিক। কিন্তু ১১৬ টি ম্যাচে ৭০ গোল করা নেইমার ও পিছিয়ে নেই। এনিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না যে রোনাল্ডোর মুকুটে অনেক বেশি পালক কিন্তু দুজনেই অসম্ভব প্রতিভাবান এবং দুজনের মধ্যে তুলনা টানাই অবান্তর।তবুও ৩৭ বছরে রোনাল্ডোর ক্ষিপ্রতা আর নিজেকে ধারালো রেখে চলার গুন দেখে বিশ্ব মজেছে। তাই হয়তো গুনমুগ্ধ নেইমারও। তাই তিনি হয়তো রোনাল্ডোর সঙ্গে একই ক্লাবে খেলতে চান।আর কয়েকটা বছর খেলবেন রোনাল্ডো। স্বপ্নপূরণ হবে কি নেইমারের, তাকিয়ে থাকবে বিশ্ব।

About Post Author