Home » ১৫ দিন লতার গানে শ্রদ্ধাঞ্জলি রাজ্যে

১৫ দিন লতার গানে শ্রদ্ধাঞ্জলি রাজ্যে

সময় কলকাতা ডেস্ক : ভারতীয় সংগীত জগতে আজ ঘোর অমানিশার দিন । চলে গেলেন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। দেশজু়ড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক,ঘোষণা করেছে কেন্দ্র। সুরের সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে সুরসম্রাজ্ঞীর গান বাজবে।

জানা গিয়েছে, ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। আজ রবিবার সন্ধে সাড়ে ছ’টায় মুম্বইয়ের শিবাজী পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য। সেখানে কিংবদন্তি শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, “স্বর্গীয় সুর। অতুলনীয় মানুষ। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোকপ্রকাশ করে লেখেন, “আমি ব্যথিত। এ যন্ত্রণা ভাষায় ব্যক্ত করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হল, তা পূরণ করা যাবে না। “শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লেখেন, ‘ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা।

About Post Author