সময় কলকাতা ডেস্কঃ কামারহাটি রথতলায় পুর নির্বাচনে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে জরুরি ভিত্তিতে রবিবার কর্মীসভা করলেন বিধায়ক মদন মিত্র। কর্মীসভা থেকে নাম না করে সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন কামারহাটির বিধায়ক।
পুরসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কামারহাটি পুরসভা এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। কর্মীদের বিক্ষোভ অসন্তোষের জন্য কামারহাটি রথতলা মোড়ে কর্মীসভা আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মীসভায় এসে কামারহাটি বিধায়ক মদন মিত্র প্রার্থী বাছাইয়ের জন্য নাম না করে সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন।
এদিন মদন মিত্র বলেন, নেতা কাজুবাদাম, বটিকাবাব, বিরিয়ানি খেয়ে লুঙ্গি তুলে মালিশ করে প্রার্থীর নাম দিয়েছেন। সেই নেতার যদি সাহস থাকে তাহলে কামারহাটি কাছে বিটি রোড দিয়ে যাতায়াত করে দেখান। কামারহাটির মানুষ তাঁকে বুঝে নেবে। পাশাপাশি কোটি কোটি টাকা তোলা তুলে যাঁদের নাম প্রার্থী তালিকায় দেওয়া হয়েছে, সেই নেতাই এরকম করে শান্ত কামারহাটিকে অশান্ত করছেন। অধ্যাপকের নাম না করে এরকম ধরনের আক্রমণে কামারহাটি এলাকাজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট উত্তেজনা তৈরী হয়েছে।
অপরদিকে কর্মীসভা থেকেকামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহাকেও আক্রমণ করতে ছাড়েননি মদন। তিনি বলেন, কামারহাটি পুরসভার প্রশাসকের ঘর প্রোমোটার চক্রের বৈঠকখানা করে তুলেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে ৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইনস্টাতে না আসার সিদ্ধান্ত নেন মদন। কিন্তু পুর-নির্বাচনের দামামা বাজতেই কর্মসভার কথা ফেসবুক লাইভ এসে মদন জানান। পাশাপাশি কামারহাটিবাসীকে ওই সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। লাইভে এসে মদন তৃণমূল দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন।
More Stories
কৃষকদের সামনে নতিস্বীকার, বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব কেন্দ্রের
দার্জিলিঙে তুষারপাত! জাঁকিয়ে শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে?
দেশের নিরাপত্তার স্বার্থে বড়সড় পদক্ষেপ! স্মার্টফোনে শত্রুর নজরদারি এড়ানো সম্ভব