Home » প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, কামারহাটিতে

প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, কামারহাটিতে

সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কামারহাটিতে বিক্ষোভ অব্যহত বিক্ষুদ্ধ তৃণমূল সমর্থকদের। প্রার্থী বদলের দাবিতে শনিবার রাতে পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায় বিক্ষোভে সামিল হয় তৃণমূল কর্মীদের একাংশ।উত্তর বাসুদেবপুর এলাকায় ঘোষিত তৃণমূল প্রার্থী নির্মলা রাইয়ের নাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মীরা।দলের ঘোষিত প্রার্থীর কুশপুতুলও পোড়ান শাসক দলের তৃণমূলকর্মীদের একাংশ।পাশাপাশি রাস্তাও অবরোধ করেন। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকার ব্যপক উত্তেজনা ছড়ায়।

প্রসঙ্গত, রাজ্যে ১০৮ টি পুরসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। শাসকদলের তরফে প্রার্থীতালিকা প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জেলার মতোই বিক্ষোভ শুরু হয় কামারহাটিতে। প্রথমদিনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছিল তৃণমূল সমর্থকরা। কিন্তু তাতেও দল প্রার্থী তালিকায় কোনও পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। তাই শনিবার রাতে ফের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে সামিল হয় তৃণমূল সমর্থকরা। বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, নির্মল আর আইের জায়গায় অন্য যেকোনো ভালো মানুষকে প্রার্থী করা হোক, আগামীদিনে তৃণমূল নেতৃত্ব যদি প্রার্থী পরিবর্তন না করে তাহলে লাগাতার আন্দোলনের হুমকি দিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা।

 

About Post Author