সময় কলকাতা ডেস্ক : আসন্ন পুরসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর, হিংসা-প্রতি হিংসা, লড়াই-পাল্টা লড়াই।
ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাসের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এদিন, দুষ্কৃতীরা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ১০ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস। ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ।
এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস জানান, ‘আমি তৃণমূলের প্রার্থী হয়েছি বলেই আমার উপর অ্যাটাক করা হয়েছে।’ বিজেপি এ কাজ করেছে বলে তার অভিযোগ।
অন্য এক তৃণমূল নেতার কথায়, ‘ এখানে বাইরের থেকে লোক নিয়ে এসে অশান্তি করছে। মানুষের শান্তি নষ্ট করছে। এইভাবে রাজনীতি করবে ওদের মানুষ জবাব দেবে। মানুষ আমাদের পাশে আছে।’
More Stories
ত্রিকোণ প্রেম নয়, পুলিশকে সাহায্য করাই কি কাল হয়েছিল হজরতের?
ভোটাভুটি আটকানো গেল না, জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটির ভোটাভুটিতে
দমদমে দুঃসাহসিক ডাকাতি, নগদ, সোনাদানা সহ প্রায় ১৪ লক্ষ টাকার সামগ্রী লুট