সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ এক মাস পর দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লক্ষের নিচে। তবে এখনও মাথাব্যথার কারণ মৃত্যু হার। দৈনিক মৃতের সংখ্যাটা হাজারের নিচে নামলেও মারণ ভাইরাস যে এখনও নিজের ক্ষমতা হারায়নি, সেটাই স্পষ্ট। 
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। রবিবারের সংখ্যাটা ছিল ১ লক্ষেরও বেশি। স্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রকঅ, কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটের গ্রাফও
আজকের হিসেব অনুযায়ী ভারতে ৭.২৫ শতাংশ করোনা পজিটিভ রেট। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল করা হচ্ছে বিধিনিষেধও। পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রচারের ক্ষেত্রেও শিথিল করা হয়েছে বিধিনিষেধও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজ।তবে এসবের মধ্যেও চিন্তা বাড়িয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন।

পরিসংখ্যানের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মুক্ত হয়েছেন ৪ কোটি ৬৬ লক্ষ ২০২ জন । গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন করোনামুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৬.১৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনার টিকা দেওয়া হয়েছে প্রায় ১৬৯.৬৩ কোটির বেশিরও ডোজ ।


More Stories
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
রোহিঙ্গারা মায়ানমার থেকে উৎখাত হল কেন? ভারতে তারা নিরাপত্তার সংকট কেন? সুপ্রিম কোর্ট তাদের নিয়ে কি বলছে?
Bihar Assembly Election 2025 : ১১ টা পর্যন্ত বিহারে ভোট পড়ল ২৭. ৬৫ শতাংশ, পাটনায় ভোটদানের হার রাজ্যে সবচেয়ে কম