Home » পুরভোটে সাম্প্রদায়িক শক্তিকে রোখার ডাক ফিরহাদের

পুরভোটে সাম্প্রদায়িক শক্তিকে রোখার ডাক ফিরহাদের

সময় কলকাতা ডেস্ক: খাল দেখতে বেরিয়ে ছিলেন মেয়র। খালের সামনে দাঁড়িয়ে দলের হয়ে ব্যাটিং করলেন কলকাতা করপোরেশনের মেয়র ফিরাহাদ হাকিম।প্রার্থী তালিকা নিয়ে চারিদিকে বিদ্রোহ চলছে।এক তো তালিকা বিভ্রাট আর বিভ্রান্তিতে নাজেহাল জেলার শহর গুলির তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ।আর সেই বিভ্রান্তি ক্রমশ বিদ্রোহের আকার নিচ্ছে জেলার শহর গুলিতে।কামারহাটির প্রার্থী তালিকা নিয়ে বিদ্রোহ এ যাবৎ কালে রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর পুরভোটের আগে এমন বিদ্রোহ দেখে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, টিকিট না পেলে দুঃখ হওয়া স্বাভাবিক। যারা পুরভোটে টিকিট পাবেন না তারা একটু কাঁদবে,আর যারা পাবে, তারা হাঁসবে।

যারা এবার টিকিট পাবেন না তাঁরা পরের বার পাবে। মত তৃণমূল কংগ্রেসের  মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের।তাঁর দাবি দলে থাকলে,যাঁরা টিকিট পেলেন না তাদের দলই দেখবে ।এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান।আর তিনি কাউকে নিরাশ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্মান দেন দাবি ফিরাহাদ হাকিমের। যারা চারিদিকে বিক্ষোভ করছেন তাঁদের উদ্দেশ্য ফিরহাদ হাকিম বলেন “দলের শৃঙ্খলা ভাঙবেন না। দলের নামটা তৃণমূল কংগ্রেস। আমরা লড়াই করে বিজেপিকে এখানে আটকেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে “।

কামারহাটির বিধায়ক মদন মিত্রের তোলা তোলাবাজীর অভিযোগকে কোন ভাবেই মানতে নারাজ কলকাতা করপোরেশনের মেয়র।তাঁর দাবি, তৃণমূলে কোন তোলাবাজি হয়না।এ প্রসঙ্গে ফিরহাদ এর ব্যাখ্যা এখানে কোন তোলাবাজি হয়না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন চলেছে। যদি এরকম তোলাবাজি করেন কেউ তাকে সোজা জেলের ভেতরে চলে যেতে হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত এইদিন কাঁটাপুকুর বোর্ড ক্যানাল পরিদর্শনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধান নগর কমিশনারেট অভিযানকে নিয়ে কটাক্ষ হানেন ফিরহাদ হাকিম। বিজেপি পু ভোটের আগেই  হেরে বসে আছে তাই নাটক করছে  মত ফিরহাদ হাকিমের ।

About Post Author