সময় কলকাতাঃ মার্কিন সংবাদমাধ্যমে এবার হ্যাকার হানা । ওয়াল স্ট্রিট জার্নাল-সহ একাধিক সংস্থার সার্ভারে হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে বলেই জানা যাচ্ছে । এই ঘটনার পিছনে রয়েছে চিন এমনটাই মনে করা হচ্ছে । মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের প্রকাশক সংস্থা ‘নিউজ কর্প’ জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট ও ডাও জনস-এর সিস্টেমে হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে।
প্রকাশক সূত্রে খবর, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসেই প্রথম হ্যাকাররা আক্রমণ করে। এই আক্রমণে তাঁদের সংস্থার বহু সাংবাদিকের সিস্টেম থেকে ফাঁস হয়েছে নানা ধরনের তথ্য। হ্যাকাররা সাংবাদিকদের ইমেল, এবং গুগল ডক্স থেকেও তথ্য সংগ্রহ করেছে। এমনকি, ইমেলের ড্রাফটস থেকেও তথ্য হাতানো হয়েছে।
এক বিবৃতিতে ‘নিউজ কর্প’ জানিয়েছে, “সংস্থার প্রাথমিক অভ্যন্তরীণ বিশ্লেষণে মনে করা হচ্ছে এই হ্যাকার হানার নেপথ্যে কোনও বিদেশি সরকারের হাত রয়েছে ।” এর আগে ২০১৩ সালেও এমন ঘটনা ঘটে । তখনও সন্দেহের তির ছিল চিনের দিকেই । এবারের ঘটনাতেও উঠে আসছে চিনের নাম । তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। ওয়াশিংটনের চিনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, হ্যাকার হানার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কিন্তু এই ঘটনার সঙ্গে চিন জড়িত নয়। এই ঘটনার নেপথ্যে চিনের হাত থাকার ধারণা একেবারেই অমূলক। বরং চিন বরাবরই এই সমস্ত সাইবার অপরাধের বিরোধিতা করে এসেছে।
প্রতিরক্ষা থেকে শুরু করে করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। হ্যাকারদের হানা নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে আমেরিকা । ২০২০ সালে ম্যাসাচুসেটস বায়োটেক নামে একটি সংস্থার ওয়েবসাইটে হানা দেয় চিনা হ্যাকাররা । তার কয়েক সপ্তাহ পরে এমনই হামলা হয় আরও একটি মার্কিন সংস্থার তথ্যভাণ্ডারে । জানা গেছে এই দুটি সংস্থাই করোনা ভ্যাক্সিন তৈরিতে তৎপর ছিল । এই ধরনের সমস্থ তথ্য লোপাটের পাশাপাশি নিজেকে আরও শক্তিশালি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতেই চিনের এই পদক্ষেপ বলেই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।


More Stories
এবার নিশানায় প্রবাসী ভারতীয়রা !’অবৈধভাবে থাকলে…’, কড়া হুঁশিয়ারি আমেরিকার
পহেলগাঁও জঙ্গি হামলার আবহে ‘অ্যাকশন মোডে’ গুজরাট পুলিশ, আটক ৭০০ বাংলাদেশি!
এবছর শুরু হতে চলেছে মানস সরোবর যাত্রা