Home » আদি নব্যের লড়াই কৃষ্ণনগরে জেলা বিজেপি অফিসে তালা বিক্ষুব্ধদের

আদি নব্যের লড়াই কৃষ্ণনগরে জেলা বিজেপি অফিসে তালা বিক্ষুব্ধদের

সময় কলকাতা ডেক্সঃ দলের প্রকাশিত প্রার্থী তালিকা পচ্ছন্দ না হওয়ায় বিজেপির জেলা কার্যালয়ে তালা দিল বিক্ষুব্ধ কর্মীরা। সোমবার নদীয়ার কৃষ্ণনগরে বিজেপি জেলা অফিসে বিজেপির একদল কর্মী তালা ঝুলিয়ে দেন।  জেলা কার্যালয়ের মূল গেটে তারা তালা ঝুলিয়ে দেওয়ার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পাশাপাশি অবিলম্বে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন তালিকা প্রকাশের দাবি জানান।শাসক দেলের মতোই রাজ্যের বিরোধী দলেও প্রার্থী নিয়ে ক্ষোভর বহিপ্রকাশে জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া নিয়ে রাজনৈতি্ক মহলে শোরগোল পড়েছে।

বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, রাজ্য নেতৃত্ব আলোচনায় না বসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই জেলা কার্যালয়।বিক্ষুব্ধ কমীদের অভিযোগ তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপির নদীয়া জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর একাংশ। পুর ভোটে টিকিটের দাবিদার বিক্ষুব্ধ নেতাদের সব ক্ষোভ নদীয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিক্ষুব্ধরা।  যদিও এই বিষয়ে নদীয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, কৃষ্ণনগর পুরসভায় দল যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা শুধুমাত্র দুর্নীতির ফসল। বিক্ষুব্ধদের দাবি, তারা দীর্ঘদিন ধরে জীবনকে বাজি রেখে বিজেপি করছেন। তাদের কিন্তু কৃষ্ণনগর পুরসভায় দলের প্রকাশিত তালিকায় তাঁদের জায়গায় যাদের নাম রয়েছে তারা কোন দিন বিজেপি করেনি।এই নব্য বিজেপির সঙ্গে মানুষের কোন যোগাযোগ নেই।  শুধুমাত্র অর্থের বিনিময় প্রার্থী করা হয়েছে।এই ঘটনায়  স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপির নদীয়া জেলা নেতৃত্ব।

 

About Post Author