Home » নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল চার চাকা, ঘটনা স্থলেই মৃত ৪

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল চার চাকা, ঘটনা স্থলেই মৃত ৪

সময় কলকাতা ডেস্কঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক দম্পতি সহ চারজনের। মালদা মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারানোর জেরে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে রাস্তার পাশে একটি বাড়িতে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এর ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গাড়িটি উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। স্থানীয়রা একজনকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পরই সেখানে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয়রা মিলে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে দেহগুলিকে  উদ্ধার  করে। সমগ্র ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম অনিক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস(২২)।এছাড়া বাকিরা হল দেবাশিস মন্ডল ওরফে চন্দন (২৪), , সুব্রত শেঠ(২৫)।তাদের প্রত্যেকেরই বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকায়।

About Post Author