Home » কোন রঙের গোলাপ কীসের প্রতীক জানেন কি!

কোন রঙের গোলাপ কীসের প্রতীক জানেন কি!

তমশ্রী রুদ্র, সময় কলকাতা ডেস্কঃ ফেব্রুয়ারি  দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ভ্যালেন্টাইন উইক।  প্রথম দিন অর্থাৎ ৭ ই ফেব্রয়ারি রোজ ডে । আজকের দিনে প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই তার ভালবাসার মানুষকে বিঙিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালবাসার কথা প্রকাশ করে থাকেন। গোলাপের তোড়া একটি প্রচলিত উপহার, যা রোজ ডে বা ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে এটি দিয়ে থাকে ।

প্রত্যেকটি ভালোবাসার সম্পর্কেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই ভ্যালেন্টাইনস গোলাপের রঙগুলির একটি ঐতিহ্যবাহী ভূমিকা রয়েছে যা গ্রহণকারীর প্রতি প্রদানকারীর অনুভূতি প্রকাশ পায় । লাল গোলাপ যদি  ভালবাসা এবং রোম্যান্সের প্রতীক হয়, তবে হলুদ এবং গোলাপী গোলাপেরও গভীর অর্থ এবং সংযোগ রয়েছে । একইভাবে, সাদা,পিচ,কমলা,হলুদ,কালো,নীল এই প্রত্যেকটি গোলাপেরই বিশেষ অর্থ আছে । জেনে নিন কোন রঙের গোলাপ কিসের  প্রতীক।

লাল গোলাপ : লাল গোলাপ ভালোবাসা দিবসের অর্থ সংজ্ঞায়িত করে । লাল গোলাপকে সৌন্দর্য, ভালবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় । তাই, কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে তার প্রতি ভালবাসা প্রকাশ করা বোঝায়। সাদা গোলাপ : সাদা গোলাপ বিশুদ্ধতার প্রতীক । রোজ ডে বা ভালবাসা দিবসে কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, সত্য এবং পবিত্র । এটি দীর্ঘ দূরত্বের কোনও সম্পর্কের ক্ষেত্রেও আদর্শ, কারণ কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, আপনি আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে মিস করেন ।

গোলাপী গোলাপ : গোলাপী রঙের গোলাপ অনুগ্রহ, স্বীকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে । এছাড়া, কাউকে ধন্যবাদ জানাতে চাইলেও তাকে গোলাপী গোলাপ দিতে পারেন ।

পীচ গোলাপ : আপনার ভালবাসার মানুষটিকে পীচ গোলাপ প্রশংসা, কৃতজ্ঞতা এবং সম্পর্কের মর্যাদা ব্যক্ত করতে দিতে পারেন। কাউকে পীচ গোলাপ উপহার দেওয়া খুবই স্পেশাল।

বার্গেন্ডি গোলাপ : লালের পরিপুরক হিসেবে বার্গেন্ডি গোলাপ ব্যবহার করা যেতে পারে । কাছের মানুষের সৌন্দর্য প্রকাশ করতে বার্গেন্ডি গোলাপ দেওয়া হয়ে থাকে ।

কমলা গোলাপ : কমলা গোলাপ প্রেরকের পক্ষ থেকে উৎসাহ এবং ইচ্ছা প্রকাশ করে । আপনার ভালবাসার মানুষটিকে কমলা গোলাপ উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের সম্পর্ককে আরও গাঢ় করে তুলুন ।

হলুদ গোলাপ : হলুদ গোলাপ বন্ধুত্ব এবং স্বাধীনতার প্রতীক । তাই, আজকের দিনে আপনার প্রিয় বন্ধু বা কাছের বন্ধুদেরকেও হলুদ গোলাপ উপহার দিতে পারেন । এর মাধ্যমে তাদেরকে বোঝান যে, আপনি তাদের কতটা ভালবাসেন এবং ভরসা করেন।

কালো গোলাপ : কালো গোলাপ একটি দুষ্প্রাপ্য ও মুল্যবান গোলাপ । আপনার কাছের মানুষ টি আপনার কাছে কতটা মুল্যবান তা বোঝাতে আপনার প্রিয় মানুষ টি কে কালো গোলাপ দিতেই পারেন ।

 

নীল গোলাপ : বিভিন্ন রঙের গোলাপের মধ্যে নীল গোলাপ সব থেকে সুন্দর । আপনার জীবনে আপনার প্রিয় মানুষ টির সৌন্দর্য বোঝাতে তাঁকে নীল গোলাপ দিতেই পারেন ।  তবে এই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিনেই আপনার প্রিয় মানুষ কে চমক দিয়ে যে কোন রঙের গোলাপের তোরা উপহার দিন । আর সঙ্গে লিখে দিতে ভুলবেন না সেই রঙের অর্থ । তবে গোলাপের মধ্যে দিয়ে ভাব বিনিময়ের মাধ্যমে আপনার প্রিয় মানুষের মন জয় করতে আপনি তৈরি তো !

About Post Author