সময় কলকাতা ডেস্ক :অনুব্রত মন্ডলের গড় ফের সরগরম।বোলপুর পুর-নির্বাচনের মনোনয়ন দাখিলকে ঘিরে চরম বিশৃঙ্খলা ও সন্ত্রাস। মনোনয়ন পত্র দাখিলের সময়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ অনুব্রত মন্ডলের গড়ে।বোলপুরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধীদের আটকে রেখে শাসক দল বোমাবাজি করে বলে অভিযোগ। বোলপুর মহকুমা শাসকের দপ্তর ও সংলগ্ন চত্বর অগ্নিগর্ভ হয়ে উঠল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে।
বুধবার বোলপুর পুরসভার মনোনয়ন জমা দিতে এসে বিজেপি প্রার্থী ও সমর্থকরা শাসক দলের কর্মী সমর্থকদের বাধার সামনে পড়ে। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের ওপরে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। মহিলাদের ও রেয়াত করা হয় নি বলে অভিযোগ। তাঁদের আটকে রাখার ছবিও সামনে এসেছে।
অনুব্রত মন্ডলের গড়ে সন্ত্রাসের আগাম আশঙ্কা করেছিল বিরোধী দলগুলি। আজকের ঘটনায় সন্ত্রাসের প্রতিফলন ঘটেছে জানিয়ে তাঁরা বলছেন পুরনির্বাচনে শাসক দলের বাহুবল প্রদর্শনের নমুনা ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।সবমিলিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা।।
More Stories
মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তেওয়ারির জামিন নাকচ
নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা তালা ঝুলিয়ে দিল সেন্টারে
আওরঙ্গজেবের সমাধি বিতর্কে নাগপুরে এখনও কারফিউ জারি, পুরোটাই কি রাজনীতি?