সময় কলকাতা ডেস্ক : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই কামারহাটি পুরসভায় প্রচারে নামলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল এবার প্রার্থী করেছে মদন মিত্রের পূত্রবধূ মেঘনা মিত্রকে। বুধবার পুত্রবধূর হয়ে দেওয়াল লিখন ও মিছিল করেন মদন মিত্র।বেশ কয়েকটি জায়গায় তিনি পুত্রবধূর সমর্থনে দেওয়াল লিখনও করেন।
বুধবার বিকেলে বিটি রোডে দেওয়াল লিখে কামারহাটিতে পুরসভা নির্বাচনের প্রচার শুরু করেন তিনি।এদিন মদন মিত্রের পুত্রবধূর প্রচারে ছিলেন কামারহাটির প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান প্রার্থী গোপাল সাহা, তৃণমূল প্রার্থী শ্রীতমা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল প্রার্থী মেঘনা মিত্র জানান, ‘অন্য কোনো পরিচয় নয় আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে দলের জন্য কাজ করতে চাই। মানুষ আমাদের পাশে আছেন আমি যথাসাধ্য মানুষের জন্য কাজ করব।
পুত্রবধূর প্রচারের পর মদন মিত্র জানান, দলের যে নির্দেশিকা এসেছে তাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। তিনি সুব্রত বক্সীর কাছে চিঠি লিখে অনুরোধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখার জন্য। পাশাপাশি তিনি জানান, এই নির্বাচনে যারা দল ছেড়ে নির্দল হয়ে কাজ করছেন তাদের সঙ্গে মদন মিত্রের কোন সম্পর্ক নেই। তারা যেন মদন মিত্রের সঙ্গে যোগাযোগ না করেন। একই সঙ্গে কামারহাটিতে ৩৫ টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে দাবি করেন।কামারহাটি বিরোধীশূন্য করতে না পারলে সকলের সামনে দাঁড়িয়ে নাকে খত দেব।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল