সময় কলকাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় সুখবর আসার পর থেকেই খুশি ঘোষ দম্পতি। দুজনেই অস্কার নমিনেশন পেয়েছেন বলে কথা । দম্পতির নাম সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস । তাদের তৈরি ডকু-ফিচার ‘রাইটিং উইথ ফায়ার’ ভারতের জন্য ছিনিয়ে এনেছে অস্কারের মনোনয়ন। এর আগে অস্কার মনোনয়ন পেয়েছিল দেশের মাত্র তিনটি কাহিনী চিত্র । এগুলি হল মাদার ইন্ডিয়া,সালাম বম্বে ও লাগন । সত্যজিত রায়ের পর এই প্রথম অস্কার নমিনেশন পেল বাংলার পরিচালকের ডকু-ফিচার । সুস্মিত বলেন , ” অস্কারে নমিনেশন পাওয়াটা অনেক বড় ব্যাপার, একটা ঐতিহাসিক মুহূর্তও। একেবারেই আশা করতে পারিনি ।” তিনি আরও জানান, তিনি কলকাতায় বড় হন নি । তিনি আদতে দিল্লির বাসিন্দা । মাঝে কিছু দিন আফ্রিকায় ছিলেন তিনি । তবে কলকাতায় তাঁর আত্মীয়রা থাকেন । ২০১৯ সালে তিনি শেষবারের মত কলকাতায় এসে ছিলেন। তারপর করোনার কারণে আর কলকাতায় আসা হয়নি। সুস্মিত ও রিন্টু নিজেদের প্রোডাকশন হাউস খুলে শর্ট ফিল্ম ও নন – ফিকশন তৈরি করেন । তবে এবার তারা তৈরি করেছেন ডকু-ফিচার । সুস্মিত জানান তাদের তৈরি তথ্যচিত্রে দলিতদের জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশে দলিত মহিলাদের দ্বারা পরিচালিত একটি সংবাদ পত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ডকু ফিচারটি। গত কুড়ি বছরে ভারতে যত ছবি তৈরি হয়েছে তার মধ্যে কোনটিই অস্কারের চুড়ান্ত নমিনেশন পর্যন্ত পৌঁছায়নি । এবারও নেবেছিল জয় ভিম ও কুঝাঙ্গল ছবি দুটি । আর সেই মনোনয়ন এবার ছিনিয়ে নিল বঙ্গসন্তানের তৈরি ডকু-ফিচার ‘রাইটিং উইথ ফায়ার’। তবে শেষ পর্যন্ত বাংলায় অস্কার আসবে কি না তা সময়ই বলবে।
More Stories
Iran Attacks Israel: মধ্যপ্রাচ্যে কি বেজে উঠল যুদ্ধের দামামা? ইজরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
Israel Attack: হেজবোল্লা প্রধান নাসরাল্লার মৃত্যুর পরও থামেনি আক্রমণ, এবার লেবাননে ঢুকে অভিযান ইজরায়েলের
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?