জয়ন্ত দাস, বীরভূম :
মুখে স্লোগান ‘ খেলা হবে’ তবুও খেলার আগেই খেলা শুরু।মনোনয়ন দাখিল ঘিরে খেলার সবধরনের উপাদান হাজির বীরভূম জুড়ে। চলছে খেলা।একদিকে প্রার্থী জমা দিচ্ছেন মনোনয়ন অন্যদিকে চলছে খেলা।কোথাও ডাংগুলি আবার কোথাও হকি। ক্রিকেটই বা বাদ যায় কেন? সাঁইথিয়া পুরনির্বাচন ঘিরে প্রশাসনিক চত্বর বুধবার হয়ে উঠল ক্রিকেট গ্রাউন্ড।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অভিনবত্ব সিউড়িতে। একদিকে,প্রশাসনিক ভবনে চলছে সাঁইথিয়া পুরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সাঁইথিয়া আট নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে কর্মীসমর্থকরা জেলা প্রশাসন ভবন চত্বরে দস্তুরমত খেললেন ক্রিকেট। হাতে ব্যাট আর বল – খেলা চলেছে দীর্ঘক্ষণ ।
খেলোয়াড় কর্মী সমর্থকদের বক্তব্য, অনুব্রত মণ্ডল বলেছেন খেলা হবে। তাই কার্যালয়ের ভেতরে “মনোনয়ন দাখিলের খেলা” চলছে আর বাইরে তাঁরা ক্রিকেট খেলছেন ।কিছু সময়ের ব্যবধানে সিউড়ি থানার আইসি এসে ক্রিকেটপ্রেমী দের সরিয়ে দেয়। প্লে গ্রাউন্ড হয়ে ওঠা মহকুমা শাসকের দপ্তর লাগোয়া চত্বর থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সরে গেলে কী হবে, একপ্রস্থ খেলা তখন শেষ।খেলোয়াড়রা বলছেন খেলার নির্দেশ দিয়েছেন অনুব্রত মন্ডল তাই আবার খেলা শুরু হবে।।
More Stories
Governor CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল বোস
টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির