Home » মনোনয়নপত্র দাখিলে অভিনব প্রতিবাদ বারাসাতে

মনোনয়নপত্র দাখিলে অভিনব প্রতিবাদ বারাসাতে

সময় কলকাতা ডেস্ক : পুরসভা ভোটের দিন ঘোষনার পরেই রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতি শুরু করেছ। বুধবার পুরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বারাসাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করল তৃণমূল। পেট্রোল ও ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্ল্যকার্ড নিয়ে ভ্যানে চড়ে মহকুমা শাসকের অফিসে হাজির হন।মনোনয়ন পর্বে শাসকদলের নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন জ্বলছে। ফলে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। উত্তর 24 পরগণা জেলাতেও বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর সংখ্যা কম নয়।এদিন উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে দলীয় প্রার্থীদের নিয়ে এসে মনোনয়ন জমা দেওয়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দুটি প্রার্থী তালিকার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা তালিকার প্রার্থীদেরই শুধুমাত্র সিম্বল দেওয়া হবে। তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিক্ষুব্ধদের এই প্রচ্ছন্ন হুমকি দিলেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি বলেন, মনোনয়ন শেষ এবার নজর দেওয়া হবে নির্বাচনী রণক্ষেত্রে।

 

বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে তৃণমূলের অভিমানী প্রার্থীরা তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে।সবাই এক হয়েই আমরা নির্বাচনে লড়াই করব। এখন দেখার জ্যোতিপ্রিয় মল্লিকের এই ঘোষণার পর বিক্ষুব্ধ তৃণমূল ও নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে তাঁরা তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করেন কিনা।

About Post Author