মধুমিতা দাস, সময় কলকাতা ডেস্ক : আজ ভ্যালেন্টাইন উইক এর তৃতীয় দিন, আজ চকোলেট ডে। চকলেট ডে কে কেন্দ্র করে অনেকের জল্পনা কল্পনার কোন শেষ থাকে না । বিশেষ করে এই দিনে প্রেমিক-প্রেমিকা, বা প্রিয় মানুষ একে অন্যের ভালোবাসার কথা প্রকাশ করে চকোলেট এর মাধ্যমে। ভালোবাসার সপ্তাহে চকলেট ডে একটি বিশেষ দিন হিসেবে পালন করা হয়ে থাকে। তবে আপনারা কি জানেন চকলেটে বছরে শুধু একদিন নয় ফিরে আসে ১১বার।
৯ ফেব্রুয়ারি ‘চকোলেট’ ডে হিসেবে পালন করা হলেও বিশ্বের নানা স্থানের ক্যালেন্ডার অনুযায়ী বারবার ফিরে আসে চকলেট ডে।
- আগামী ৭ জুলাই ‘বিশ্ব চকোলেট দিবস’ বলছে কোলেট ডের ক্যালেন্ডার
- আবার মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ সেপ্টেম্বরকে ‘ইন্টারন্যাশনাল চকোলেট ডে’-র মর্যাদা দিয়েছে
- ব্রিটেনে ‘জাতীয় চকোলেট দিবস’ পালন করা হয়ে থাকে অক্টোবরের ২৮ তারিখে
আরও আছে:
• হাল্কা তেতো-মিষ্টি চকোলেটের দিন: ১০ জানুয়ারি
• দুধের স্বাদের চকোলেটের দিন: ২৮ জুলাই
• সাদা রঙের চকোলেটের দিন: ২০ সেপ্টেম্বর
• টুকরো টুকরো আকারের চকোলেটের দিন: ১৫ মে
• আইসক্রিম চকোলেটের দিন: ৭ জুন
• চকোলেট মিল্ক শেকের দিন: ১২ সেপ্টেম্বর
• যে কোনও উপকরণ দিয়ে সাজানো চকোলেটের দিন: ১৬ ডিসেম্বর
তাহলে এবার থেকে নিয়ম করে বছরে ১১বার প্রিয় মানুষের হাতে তুলে দিন তার পছন্দের চকলেট। সম্পর্ক মিষ্টি রাখুন চকলেটের মতো। তবে শুধু বিশেষ মানুষ নয়, আপনার জীবনে যদি কোনো বিশেষ মানুষের নাও থাকে আপনার ভালোবাসার মানুষ যারা আপনার প্রিয় জন তাদের কেউ দিতে পারেন চকলেট।
সকলের জন্য সময় কলকাতার পক্ষ থেকে রইল চকলেট শুভেচ্ছা।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?