Home » খড়গপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খড়গপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সময় কলকাতাঃ খড়গপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে । পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ শাসকদকের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে খড়গপুর শহরে ২৫ নম্বর ওয়ার্ডে কৌশল্যায় তৃণমূল পার্টি অফিসের দোতলায় লুকিয়ে এলাকার মানুষদেরকে  হাতে কম্বল,চাদর,শাড়ি তুলে দেওয়া হয় । পাশাপাশি ছিল আহারের ব্যবস্থা । এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন স্বয়ং তৃণমূল জেলা পরিষদের কর্মদক্ষ নির্মল ঘোষ ,তৃণমূল প্রার্থী আশা দোলুই সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা ।

এদিন ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর নামাঙ্কিত প্রতীক চিহ্নসহ ফ্লেক্স টাঙিয়ে ছাদে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে ভোট প্রচার করা হয়। ২৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুভাষ চন্দ বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না । যত বড় নেতা হোক না কেন এটা যদি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ অন্যায় কাজ হচ্ছে ।

বিজেপি নেতা গৌতম ভট্টাচার্য্য বলেন, “সারা বছর আমরা সমাজ সেবামূলক কাজ করি । ভোটের সময় প্রলোভন দেখিয়ে শাড়ি কম্বল দিয়ে ভোটে জেতা যাবে না । ১৫ বছর ধরে এই ওয়ার্ডে আমরা জিতে আসছি । এবারের নির্বাচনেও আমরাই জিতব ।” তৃণমূলের বিধি ভঙ্গের অভিযোগকে কেন্দ্রকরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ।

About Post Author