Home » তৃণমূলের পঞ্চায়েতে তালা মারলো কারা? চাঞ্চল্য এলাকায়

তৃণমূলের পঞ্চায়েতে তালা মারলো কারা? চাঞ্চল্য এলাকায়

সময় কলকাতা ডেস্ক :  জেলা সভাপতি এবং এলাকার তৃণমূল বিধায়ককে অশ্লীল ভাষায় গাল দেওয়া এবং এলাকার সাধারণ মানুষরা পঞ্চায়েতে পরিষেবা চাইতে গেলে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলে বুধবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলাল এলাকারই তৃণমূলের কর্মী-সমর্থকরা। তার সঙ্গে পঞ্চায়েত অফিসের সামনে প্রধান সহ একাধিক সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা।

ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত অফিসে।অভিযোগ, গতকাল তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে অঙ্গারমুনি গ্রামের এক চাষী রেজাউল করিম আরও কয়েকজনের সঙ্গে গ্রাম পঞ্চায়েতে কলাচাষের ব্যাপারে জানতে গেলে ওই এলাকারই সদস্য তাজামুল হক সেই চাষীদেরকে গলাধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেয় এবং জেলা সভাপতি আব্দুর রহিম বকশি এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনের নামে গালিগালাজ করে। এর প্রতিবাদে বুধবার এলাকারই তৃণমূলের কর্মী-সমর্থকরা সকাল থেকে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয়। চলে পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে স্লোগান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা সাগর রাহি জানান, ‘পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। সরকার মানুষদের জন্য অনেক প্রকল্প তৈরি করছে কিন্তু পঞ্চায়েতের সদস্য ও কর্মীদের মদতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। আজ আমরা এর প্রতিবাদে পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছি।’ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অভিযুক্ত পঞ্চায়েত মেম্বার তাজিমুল হক।

এ প্রসঙ্গে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান এর স্বামী আব্বাস আলী জানান, ‘ওই মেম্বারের মাথা এমনিতেই গরম। গতকাল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটা গণ্ডগোল হয়েছিল। আজ ওই গন্ডগোলের প্রতিবাদে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ করছে। আমরা দলের কর্মী-সমর্থকদের নিয়ে বসব। দুই পক্ষকে সামনাসামনি বসিয়ে সমস্যার সমাধান করা হবে।’

About Post Author