সময় কলকাতাঃ মনোনয়ন পত্র জমা করতে পারেননি জলপাইগুড়ি পুরসভার ১নং ওয়ার্ডের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী মলয় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিতে না পারলেও বুধবার ফের তিনি আসেন জলপাইগুড়ি মহকুমা শাসকের দফতরের মনোনয়ন কেন্দ্রে ।
অভিযোগ, কোতোয়ালি থানার পুলিশ সেখান থেকেই তাকে আটক করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। প্রসঙ্গত, গতকালই পুরো ঘটনা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। তিনি যাতে মনোনয়ন পত্র জমা দিতে পারেন আদালতের কাছে এই আবেদন জানান তার আইনজীবী পার্থ চৌধুরী। সেইমত এদিন বিকেলে ফের মনোনয়ন জমা দিতে আসেন তিনি। কিন্তু পুলিশ তাকে ফের আটকে রাখে বলে অভিযোগ।
মলয়বাবু জানিয়েছেন, সময় নস্ট করার জন্য ইচ্ছাকৃত ভাবে পুলিশ তাকে আটকে রেখেছিল। এর বিরুদ্ধে ফের তিনি আদালতে যাবেন এবং ১নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করার দাবি জানাবেন। পুরো বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন, ‘দলের প্রার্থীকেই মানতে হবে সকলকে। যারা তালিকা নিয়ে ক্ষুদ্ধ তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলা হবে। মলয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ কি করেছে তা তার জানা নেই বলেই জানান তিনি।
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!