Home » প্রার্থীকে ঘিরে বিক্ষোভ কামারহাটিতে

প্রার্থীকে ঘিরে বিক্ষোভ কামারহাটিতে

সময় কলকাতাঃ কামারহাটি পুরসভার নির্বাচনী প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ষষ্ঠীতলা এলাকায়। জানা গেছে, এদিন কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মায়া দাসের সমর্থনে তার স্বামী তৃণমূল নেতা অমিত দাস প্রচারে বের হন। প্রচারে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের সম্মুখিন হতে হয় তাকে।

বিক্ষোভকারীদের দাবি, তারা প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস কর্মী গৌরী মান্নাকেই চান। তার কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মায়া দাস মাত্র দেড় বছর হল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এলাকায় মায়া দাসের কোন ভূমিকাই নেই। বরং গৌরী মান্না একজন সাধারন তৃণমূল কংগ্রেস কর্মী হয়েও এলাকার জন্য অনেক ভালো কাজ করেছেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি পুরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায়।

প্রসঙ্গত, প্রথমে প্রকাশিত তালিকায় কামারহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে গৌরী মান্নার নাম প্রকাশিত হয়েছিল। তখন তাকে ভুয়ো প্রার্থী বলে দাবি করা হয়। কামারহাটি পুরসভার পক্ষ থেকে দ্বিতীয়বার যে প্রার্থী তালিকা প্রকাশ পায় সেখানে মায়া দাসকে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল। স্থানীয়দের কথায়, মায়া দাস শুধু মুখ মাত্র। আসলে সমস্ত দায়িত্ব অমিত দাসের উপর থাকবে। কিন্তু তিনি গত দশ বছর ধরে ক্ষমতায় থাকলেও তিনি কোন কাজ করেন না। তাই মায়া দাস জিতে আসলেও ওয়ার্ডের সেই একই অবস্থা হবে। তাই তারা গৌরী মান্নাকেই প্রার্থী হিসেবে চান তারা।

About Post Author