সময় কলকাতাঃ চা’র দোকানে রাজনৈতিক বিতর্কের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি । গরম চা য়ে চুমুক দিতে দিতে যে কথা হচ্ছিল তার পরিনতি যে এমন হবে তা কে জানত? চায়ের দোকানে বসে গল্প করতে করতে আচমকা গুলি করে বসলেন এক ব্যক্তি। পটাশপুর ২ ব্লকের বড় উদয়পুর গ্রামের বাসিন্দা সঞ্জীব নায়ক । কর্ম সূত্রে কলকাতাতেই থাকেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় একটি চায়ের দোকানে বাড়ির পাশে এক প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে রাজনৈতিক কথা বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পরই এই ঝামেলা হাতাহাতিতে পরিনত হয় । সঙ্গে সঙ্গে সঞ্জীব তার গাড়িতে থাকা রিভালবার দিয়ে তপন প্রধানের কোমরে গুলি করে। এরপর গুরুতর আহত অবস্থায় তপন প্রধানকে তমলুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ঘটনায়, সঞ্জীবকে গ্রেপ্তার করে পটাশপুর থানার পুলিশ ।
বর্তমানে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তপন প্রধান । ঘটনাস্থল থেকে পটাশপুর থানার পুলিশ একটি বন্দুক উদ্ধার করেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । পাশাপাশি চলছে রাজনৈতিক চর্চা ।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর