সময় কলকাতা ডেস্কঃ দ্য গ্রেট খালি যোগদান করলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির দিল্লি সদর দপ্তরে যোগদান করেন বিশ্ব বিখ্যাত প্রফেশনাল রেসলার দ্য গ্রেট খালি। একদা পাঞ্জাব পুলিশে কর্মরত দালিপ সিং রানা বর্তমানের দ্যা গ্রেট খালি। 7 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই কুস্তিগীরের বিজেপিতে যোগদান নিয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। 1972 সালের 27 শে আগস্ট ধিরাইনাতে জন্মগ্রহণ করেছিলেন দালিপ সিং রানা। ছোটবেলা থেকেই কুস্তিগীর হওয়ার স্বপ্ন ছিল তার। স্কুলে পড়ার সময় তার বিশাল শরীর নিয়ে কিছুটা হলেও মশকরার পাত্র ছিলেন তিনি। যদিও মাঝেমধ্যেই যারা তাকে নিয়ে মজা করত তাদের কপালে জুটতো যৎকিঞ্চিৎ আপ্যায়ন। ছোটবেলায় দালিপ সিং রানার হাতে মার খায়নি এমন বন্ধু খুঁজে পাওয়া ভার।
বিদ্যালয়ের পাঠ চুকিয়ে দালিপ সিং রানা যোগদান করেন পাঞ্জাব পুলিশে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে। কিন্তু চোখে স্বপ্ন কুস্তিগীর হওয়ার তাই বেশিদিন পাঞ্জাব পুলিশের চাকরিতে থাকতে পারেননি তিনি। তারপরই প্রফেশনাল কুস্তিগীর হিসেবে কুস্তির আখড়াতে নেমে পড়েন তিনি। তারপর একের পর এক পদক জয়। 7 ফুট 1 ইঞ্চি উচ্চতার এ বিশাল শরীরের সামনে ধরাশায়ী হতে লাগল একের পর এক বিখ্যাত কুস্তিগীর। 2000 এর পর থেকে তিনি সম্পূর্ণরূপে প্রফেশনাল রেসলিং এ অংশগ্রহণ করেন। WWF এর মঞ্চ বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা এনে দেয়। 157 কিলো ওজনের এই প্রকাণ্ড শরীর নিয়ে রেসলিং এর জগতে আলোড়ন ফেলে দেয় দালিপ সিং রানা। তার গুনমুগ্ধ অনুগামীরা তার নাম দেয় দ্যা গ্রেট খালি। বলিউডের -হলিউডের মোট 6 টি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি ।একাধিক টেলিভিশন শোতেও অংশগ্রহণ করেছেন তিনি ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রেসলারের বিজেপিতে যোগদান নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে রাজনীতির অন্দরমহলে।
More Stories
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির
ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?