সময় কলকাতাঃ বালুরঘাট থেকে একলাখী পর্যন্ত পিট লাইন সিক লাইন তৈরির টেন্ডার প্রক্রিয়া দ্রুত শুরু হবে । বালুরঘাটে গিয়ে ঘোষণা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের । শুক্রবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে যান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা । এলাকাবাসীর দাবি মেনেই বালুরঘাট থেকে একলাখী পর্যন্ত পিট লাইন সিক লাইন তৈরির টেন্ডারের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেনারেল ম্যানেজার।
প্রসঙ্গত, আগেই বালুরঘাট থেকে একলাখী পর্যন্ত পিট লাইন সিক লাইন তৈরির দাবি জানিয়েছেন বালুরঘাটবাসী । এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শনে উপস্থিত ছিলেন, উত্তর পূর্ব রেল পুলিশের আইজি প্রণব কুমার, কাঠিয়ার ডিভিশনের ডিআরএম কর্নেল এসকে চৌধুরী সহ উত্তর পূর্ব রেলের একাধিক আধিকারিক । পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভার বিধায়ক বুদরাই টুডু । এদিন জেনারেল ম্যানেজার বালুরঘাট স্টেশনের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেন । এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার জানান বালুরঘাট থেকে একলাখী পর্যন্ত পিট লাইন সিক লাইন তৈরির পাশাপাশি বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য অতি দ্রুত সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে রেল দপ্তর ।
এদিন এলাকার বিধায়ক বুদরাই টুডু তার বিধানসভায় কয়েকটি ছোট রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানান। বিধায়ক বলেন, তাঁর এলাকায় অনেক ছোট ছোট স্টেশন রয়েছে , যেখানে ট্রেন দাঁড়ায় না । ফলে অসুবিধায় পড়তে হয় সাধারন মানুষ কে । এই স্টেশন গুলিতে ট্রেন দাঁড়ালে নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে । পাশাপাশি বেশ কয়েকটি একপ্রেস ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য লোকাল কামরা নেই । এই একপ্রেস ট্রেনগুলিতে যাতে লোকাল কামরার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন।
More Stories
শিয়ালদহ-বনগাঁ শাখায় নতুন ৫ ট্রেন, তবে প্রান্তিক স্টেশন দমদম ক্যান্টনমেন্ট! ক্ষোভ যাত্রীদের
সোমবার কমিশনের ফর্ম ফিলাপের মধ্যেই অসুস্থ ৬ ‘যোগ্য’ আন্দোলনকারী
মেধার ভিত্তিতে নাকি পছন্দমতো পোস্টিং-এ পাঠিয়ে দেওয়া হয়? অনিকেতদের মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের