Home » বারাসাতে কেন একই জায়গায় বারবার আগুন লাগছে?

বারাসাতে কেন একই জায়গায় বারবার আগুন লাগছে?

সময় কলকাতা ডেস্ক :এক মাসের মধ্যে একই জায়গায় দুবার আগুন lআর তারই জেরে  পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান।বারাসত-ব্যারাকপুর রোডের কালীবাড়ির সামনে বৃহস্পতিবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগে।একই জায়গায় বারবার আগুন লাগায় স্বভাবতই উঠছে প্রশ্ন।

 

উল্লেখ্য, বারাসাতের ন-পাড়া গ্রীনপার্কে একমাসের মধ্যে এবার নিয়ে একই জায়গায় দ্বিতীয়বার আগুন লাগল। এবারও স্থানীয় মানুষ আগুন দেখে দমকল কে খবর দেয়।তারইমধ্যে স্থানীয়রা নিজেরাই আগুন নেভাতে উদ্যোগী হয়।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,জল দিতেই আগুন কমার বদলে আরও বেড়ে উঠছে।ফলে অন্তর্ঘাতের বা পরিকল্পিত ষড়যন্ত্রর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসী। অনেকেই আগুন লাগাকে দূর্ঘটনা বলে মানতে নারাজ।তাদের প্রশ্ন বারবার একই জায়গায় কার স্বার্থে আগুন লাগছে?

 

দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। আশ্চর্যজনকভাবে  আগুনে অক্ষত একটি দোকানের দুদিকের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়ে যায় আগুন লেগে। ফলে সন্দেহ দানা বাঁধছে। দমকল বিভাগ তদন্ত করে দেখছে সমগ্র বিষয়, তথাপি এলাকাবাসী সবকিছু দেখে এরমধ্যে স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্র ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না।।

 

About Post Author