সময় কলকাতাঃ ভোট আসে ভোট যায়, সময়ের সাথে সাথে বদলায় প্রতিশ্রুতি । কিন্তু কাজের কাজ কিছুই হয়না । ভোট আসলে ফের পুরনাগরিকদের সাথে এই একই প্রতিশ্রুতির খেলা চলে । প্রার্থীর আশ্বাসে আশ্বস্ত হয়ে ভোট দেন বাসিন্দারা ।প্রতিশ্রুতির অল্পবিস্তর কাজ হলেও বাকি থেকে যায় বহু কাজ । আর এই বাকি থাকা কাজ সম্পন্ন করার জন্যে দেখা মেলানা কাউন্সিলারের । এমনটাই জানাচ্ছেন বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের যতীন্দ্র রায়, চিনু বন্দ্যোপাধ্যায়ের মত প্রবীণ বাসিন্দারা ।
প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তায় পড়ে থাকা আবর্জনা সাফাই। রাস্তার লাইট পোষ্টে আলো এবং কাঁচা রাস্তার কোনও উন্নয়ন হয়নি । তাই এবারের পুরভোটে নবীন প্রার্থীদের উপরই ভরসা রাখছেন ১৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ।তাঁদের দাবি, পুরসভার কাছ থেকে তারা আশা করেন পুরনাগরিকদের সমস্ত সমস্যার সমাধান করবে পুরসভা । পাশাপাশি অসুস্থ হলে বা অসহায় অবস্থায় পুরনাগরিকদের পাশে থাকবেন এলাকার কাউন্সিলার । কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাই এবার নতুন প্রজন্মের উপর বাড়তি আস্থা রাখছেন ওয়ার্ডের বাসিন্দারা।
More Stories
লটারি দুর্নীতিতে মধ্যমগ্রামে তল্লাশি ইডির
অফিস টাইমে নিয়মিত ট্রেন লেট! ক্ষিপ্ত যাত্রীরা, লাইনে নেমে প্রতিবাদ খড়গপুর শাখায়
বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে