Home » প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, ক্ষুব্ধ বালুরঘাটের বাসিন্দারা

প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, ক্ষুব্ধ বালুরঘাটের বাসিন্দারা

সময় কলকাতাঃ ভোট আসে ভোট যায়, সময়ের সাথে সাথে বদলায় প্রতিশ্রুতি । কিন্তু কাজের কাজ কিছুই হয়না । ভোট আসলে ফের পুরনাগরিকদের সাথে এই একই প্রতিশ্রুতির খেলা চলে । প্রার্থীর আশ্বাসে আশ্বস্ত হয়ে ভোট দেন বাসিন্দারা ।প্রতিশ্রুতির অল্পবিস্তর কাজ হলেও বাকি থেকে যায় বহু কাজ । আর এই বাকি থাকা কাজ সম্পন্ন করার জন্যে দেখা মেলানা কাউন্সিলারের । এমনটাই জানাচ্ছেন বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের যতীন্দ্র রায়, চিনু বন্দ্যোপাধ্যায়ের মত প্রবীণ বাসিন্দারা ।

প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তায় পড়ে থাকা আবর্জনা সাফাই। রাস্তার লাইট পোষ্টে আলো এবং কাঁচা রাস্তার কোনও উন্নয়ন হয়নি । তাই এবারের পুরভোটে নবীন প্রার্থীদের উপরই ভরসা রাখছেন ১৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ।তাঁদের দাবি, পুরসভার কাছ থেকে তারা আশা করেন পুরনাগরিকদের সমস্ত সমস্যার সমাধান করবে পুরসভা । পাশাপাশি অসুস্থ হলে বা অসহায় অবস্থায়  পুরনাগরিকদের পাশে থাকবেন এলাকার কাউন্সিলার । কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাই এবার নতুন প্রজন্মের উপর বাড়তি আস্থা রাখছেন ওয়ার্ডের বাসিন্দারা।

About Post Author