Home » উপাচার্যের সময় কালে বিতর্ক কার্যত অব্যাহতই রইল,এবার সরতে হল বিভাগীয় প্রধানকে

উপাচার্যের সময় কালে বিতর্ক কার্যত অব্যাহতই রইল,এবার সরতে হল বিভাগীয় প্রধানকে

সময় কলকাতা ডেস্কঃ বিশ্বভারতীর সাংবাদিকতা ও গণজ্ঞাপন কেন্দ্রের বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরীকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।ওই বিভাগের অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্যকে অস্থায়ী ভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে৷প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউয়ের সময় বিশ্বভারতীর সাংবাদিকতা ও গণজ্ঞাপন কেন্দ্রের ফিল্ড অফিসার চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করা হয়৷ যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চন্দ্রনাথবাবু৷ সদ্য কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ফিল্ড অফিসার চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে নিয়োগ করতে হবে।পাশাপাশি অপসারণকালীন সমস্ত বকেয়া বেতন দিতে হবে৷সম্প্রতি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন কেন্দ্রের বিভাগীয় প্রধান বিপ্লব লৌহ চৌধুরীর একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে৷তাতে চন্দ্রনাথবাবুকে অপসারণের জন্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীই দায়ী, তা কার্যত প্রকাশ্যে আসে৷ এরপরেই বিভাগীয় প্রধানকে শোকজ করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, কর্ম সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত চলাকালীন বিভাগীয় প্রধানের পদ থেকে অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরীকে সরানো হল। পরিবর্তে অস্থায়ী ভাবে ওই বিভাগের অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্যকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হল।

ফলত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে একের পর এক কর্মী, অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেন্ড, সাময়িক অপসারণ, বরখাস্ত, করা নিয়ে বিতর্ক কার্যত অব্যাহতই রইল।

 

About Post Author