সময় কলকাতা: বিধানসভা নির্রাবাচনের পর রাজ্যের একাধিক জায়গায় পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার উলটপূরাণ দেখা গেল উল্টো হুগলির কোন্নগরে।কোন্নগরের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস দখল নেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।অভিযোগ, তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকায় এবার জায়গা পাননি কোন্নগর পুরসভার তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়।তাই দল টিকিট না দেওয়ায় নিজের অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়।তিনি কংগ্রেসের প্রতীকে ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীও হয়েছেন।অভিযোগ তাঁর উদ্যোগেই তৃণমূলের কার্যালয় রাতারাতি বদলে যায় কংগ্রেস কার্যালয়ে।য নিয়ে শহরজুড়ে ব্যপক গুঞ্জন ছড়িয়েছে।
ইতিমধ্যেই ঘটনার কথা স্থানীয় তৃণমূল কর্মীরা দল ও জেলের জেলা সভাপতিকে জানিয়েছেন।যদিও ওই ঘরটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল বলে মানতে নারাজ বাপ্পাদিত্যবাবু। তিনি বলেন, “এই অফিসটি কোনদিনও পার্টি অফিস ছিল না। এটিকে এলাকার মানুষকে পরিষবা দেওয়ার জন্য আমি ব্যবহার করতাম। এটি একটি ব্যক্তিগত সম্পত্তি।এই পার্টি অফিস দখল নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরে। এই পার্টি অফিস আগামীদিনের কার দখলে থাকবে তা বলবে পুরো ভোটের ফলাফলই।
More Stories
বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় হবে মহামিছিল! রায় দিল আদালত
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক
Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী